Press "Enter" to skip to content

স্থগিতাদেশ নয়, ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলায় রাজ্যকে হলফনামা জমা দিতে বলল সুপ্রিম কোর্ট

অনলাইন কোলফিল্ড টাইমস: ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলার শুনানি হল সুপ্রিম কোর্টে। সোমবারের শুনানিতে কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। উল্লেখযোগ্য ভাবে, এই মামলায় এ দিন নোটিস জারি করল শীর্ষ আদালত।

হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছিল রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি শংসাপত্র। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে। এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই মামলার শুনানি করে। রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।

মূলত তিনটি বিষয় হলফনামায় জানাতে বলা হয়েছে রাজ্যকে। সেগুলি হল –প্রথমত, কোন কোন দিক দেখে ৭৭টি জনজাতিকে ওবিসির তালিকায় যুক্ত করা হয়েছিল। দ্বিতীয়ত, ওবিসি তালিকায় ৭৭টি জনজাতির মধ্যে ৩৭টি জনজাতি এবং বাকি উপজনজাতির ক্ষেত্রে কি ব্যাকওয়ার্ড কমিশনের সঙ্গে আলোচনা করা হয়েছিল? তৃতীয়ত, রাজ্যের তরফে কী পদ্ধতি মেনে সার্ভে করা হয়েছিল?

সর্বোচ্চ আদালতের নির্দেশ, এক সপ্তাহের মধ্যে ব্যাখ্যা-সহ হলফনামা জমা দিতে হবে রাজ্যকে। রাজ্যের বক্তব্য জানার পর আগামী সপ্তাহের শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে।

প্রসঙ্গত, ২০১০ সাল পরবর্তী সব ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ শুনানি করে রাজ্যের আর্জির।

More from দেশMore posts in দেশ »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *