নয়াদিল্লি: নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা দিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-কে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, সেই নির্দেশ মেনে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার মধ্যে সমস্ত নির্বাচনী বন্ড তথ্য জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়েছে ব্যাঙ্ক।
এ দিন সকালেই সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছিল এসবিআই। তথ্য জমা করতে অতিরিক্ত সময় চেয়ে জমা করা আবেদন খারিজ করে দিয়ে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল সর্বোচ্চ আদালত। নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য না দিলে এসবিআই-এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলার হুঁশিয়ারিও দিয়েছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ।
গত মাসে এই স্কিমটি বাতিল করে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে রাজনৈতিক দলগুলির পাওয়া প্রতিটি নির্বাচনী বন্ডের বিশদ প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয় এসবিআই-কে। এ দিকে এই তথ্য প্রকাশের জন্য ৩০ জুন পর্যন্ত সময় বাড়ানোর জন্য আবেদন জানায় এসবিআই। সোমবার সেই আবেদন সুপ্রিম কোর্ট বাতিল করেছিল।
জানা গিয়েছে, এখন শুধুমাত্র সিল করা খামে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা করেছে এসবিআই। আগামী ১৫ মার্চ সেই তথ্য জনসাধারণের জন্য নিজের ওয়েবসাইটে আপলোড করবে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, এর আগেই, নির্বাচনী বন্ড প্রকল্প বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ ফেব্রুয়ারি মাসে আসে। তখনই এই একাধিক নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল নির্বাচন কমিশন ও এসবিআই-কে।
Be First to Comment