রাঁচি: ধানবাদে অসংগঠিত কয়লা খনি শ্রমিকদের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ঝাড়খণ্ডে নিজের ভারত জোড়ো ন্যায় যাত্রার তৃতীয় দিনে রবিবার কয়লা শ্রমিকদের অভাব-অভিযোগ শুনলেন কংগ্রেস নেতা।
অসংগঠিত কয়লা খনি শ্রমিকদের সঙ্গে কথা বলার সময়, রাহুল বলেন যে ন্যায়বিচারের এই যাত্রায়, সবাইকে এগিয়ে আসতে হবে এবং ন্যায়বিচারের অধিকার না পাওয়া পর্যন্ত সমস্ত অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি নিশ্চিত করতে হবে।
রাহুল যখন ধানবাদের জাতীয় মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন, তখন গোধর খনির এলাকায় ভারী আর্থমুভার এবং খনির সরঞ্জাম তাঁর নজরে পড়ে। তার পরই খনি শ্রমিকদের সম্পর্কে জানতে চান তিনি।
এই জায়গায় কয়লা খনির অসংগঠিত শ্রমিকরা বাস করে। এই জায়গাটি ‘কালী বস্তি’ নামে পরিচিত। তৎক্ষণাৎ সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে আলাপ জমিয়ে ফেলেন রাহুল। শিশুদের সঙ্গে খাটের ওপর বসে সেখানকার বাসিন্দাদের সমস্যার কথা শোনেন।
পরে, একটি সমাবেশে বক্তৃতা করার সময়, রাহুল বলেন, কংগ্রেস সবসময় আদিবাসীদের জল, জঙ্গল, জমি রক্ষা করেছে এবং তা করতে থাকবে। কংগ্রেস পার্টি তাদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের জন্য সার্বক্ষণিক কাজ করবে এবং তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করবে বলে তিনি জোরের সঙ্গে বলেন।
রাহুলের দাবি, অর্থনৈতিক ভারসাম্যহীনতা, নোটবন্দি এবং জিএসটি এদেশের যুবসমাজের ভবিষ্যৎকে ধ্বংস করেছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে দেশে হিংসা ও ঘৃণা ছড়ানোর জন্য কাঠগড়ায় তোলেন। বলেন, ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’-এর মাধ্যমে ঘৃণার বাজারে ভালবাসা বিক্রি করতে এসেছেন তিনি।
Be First to Comment