অনলাইন কোলফিল্ড টাইমস: সেলফির যে কি অমোঘ টান, সে বলে বোঝানোর নয়। সেলফি তুলতে গিয়ে ঘটে গেল এক মারাত্মক কাণ্ড! ৬০ ফুট গভীর খাদে গিয়ে পড়লেন ২৯ বছর বয়সি যুবতী। লাগাতার প্রবল বৃষ্টির ফলে থোগঘর -সহ জলপ্রপাত উপচে পড়েছে। আর তারই মধ্যে এই ঘটনা। হোমগার্ড ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় যুবতীকে উদ্ধার করা হয়।
শনিবার পুনে থেকে এক দল পর্যটক থোগঘর জলপ্রপাত ঘুরতে এসেছিলেন। বোরানে ঘাটে সেলফি তোলার সময়, পুনের ওয়ারজে থেকে আসা ২৯ বছর বয়সি নাসরিন আমির কোরেশি পিছলে ৬০ ফুট গভীর খাদে পড়ে যান।
নাসরিনকে সফলভাবে ঘাট থেকে বের করে আনা হয়। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য সাতারার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জানা গিয়েছে, তাঁর অবস্থা এখনও সংকটজনক।

সাতারা জেলায় অত্যধিক বৃষ্টিপাতের কারণে যে পদে পদে বিপদ দাঁড়িয়ে রয়েছে, সেই বিষয়টিকে তুলে ধরেছে এই ঘটনা। জেলাশাসক জিতেন্দ্র দুদি এই ধরনের দুর্ঘটনা এড়াতে ২ থেকে ৪ আগস্ট পর্যটন স্পট ও জলপ্রপাত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। যাইহোক, এই প্রাকৃতিক স্থানগুলির আকর্ষণ এড়াতে পারছেন না দর্শকরা। এমন পরিস্থিতির মধ্যেই কেউ কেউ নিজের জীবনের ঝুঁকিও নিয়ে ফেলছেন।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায় সেলফি তোলার চেষ্টা করার সময় নাসরিন নীচে পড়ে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। এই ধরনের কার্যকলাপের বিপদ সম্পর্কে নানা আলোচনার জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় নিমেষে খ্যাতি অর্জনের জন্য বিপজ্জনক জায়গায় সেলফি তোলার প্রবণতা ক্রমশ সাধারণ হয়ে উঠেছে। আর তার জেরে প্রায়ই দুঃখজনক ঘটনায় ঘটছে।




Be First to Comment