Press "Enter" to skip to content

আজ থেকে বিবেকানন্দ রকে প্রধানমন্ত্রী মোদীর ৪৫ ঘণ্টার ধ্যান, সমুদ্র উপকূলে মানুষের প্রবেশ নিষিদ্ধ

অনলাইন কোলফিল্ড টাইমস: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর কন্যাকুমারীতে দুই দিনের ধ্যানে বসছেন। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর অনুযায়ী, তিনি মূল ভূখণ্ডের অদূরে সেই শিলায় বসে ধ্যান করবেন, যেখানে স্বামী বিবেকানন্দ তিন দিন ধরে ধ্যান করেছিলেন। এই শিলাটি ‘ধ্যানমণ্ডপম’ নামে পরিচিত।

আজ, বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের শেষ দফার প্রচার শেষ। এর পরপরই, সন্ধ্যা থেকে ১ জুন সন্ধ্যা পর্যন্ত মোদী বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসবেন। ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচার শেষেও মোদী আধ্যাত্মিক সফরে গিয়েছিলেন। ২০১৪ সালে তিনি কেদারনাথ এবং ২০১৯ সালে মহারাষ্ট্রের শিবাজির প্রতাপগড় দুর্গে গিয়েছিলেন।

স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীতে এসে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব সাগরের মিলনস্থলে একটি শিলায় তিন দিন ধ্যান করেছিলেন। হিন্দু ধর্মমতে, সেখানে পার্বতী শিবের জন্য তপস্যা করেছিলেন, এবং সেই শিলার উপর পার্বতীর পায়ের চিহ্ন রয়েছে বলে কথিত আছে। এবার সেই ধ্যনমণ্ডপম-এ ধ্যানে বসবেন মোদী।

নির্বাচনী প্রচারের শেষ পর্বের সমাপ্তির পর প্রধানমন্ত্রীর ৪৫ ঘন্টার এই ধ্যানের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে সংশ্লিষ্ট এলাকায়। প্রধানমন্ত্রী মোদীর ধ্যানের সময় কঠোর নজরদারি রাখতে প্রায় ২,০০০ পুলিশ সদস্য এবং নিরাপত্তা সংস্থা মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেও জানা গিয়েছে।

মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদী প্রথমে তিরুবনন্তপুরমে পৌঁছবেন এবং সেখান থেকে আই-১৭ হেলিকপ্টারে কন্যাকুমারী যাবেন। সেখানে প্রধানমন্ত্রীর পৌঁছানোর সময় প্রায় বিকাল সাড়ে ৪টা। সেখানে তিনি সূর্যাস্ত দেখবেন এবং তারপর ধ্যানে বসবেন। তিনি কন্যাকুমারী থেকে ফিরবেন ১ জুন বিকেল সাড়ে ৩টেয়।

আগামী ১ জুনের ভোটগ্রহণে বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পঞ্জাব, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশ, ওড়িশা এবং চণ্ডীগড়ের ৫৭টি আসনে ভোটগ্রহণ হবে। এই শেষ দফাতেই ভোট রয়েছে মোদীর কেন্দ্র বারণসীতে। ভোটগণনা হবে ৪ জুন।

More from দেশMore posts in দেশ »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *