Press "Enter" to skip to content

‘কাউকে ভয় পাওয়ার দরকার নেই…’, ইডি-সিবিআই নিয়ে অভয়বাণী প্রধানমন্ত্রী মোদীর

অনলাইন কোলফিল্ড টাইমস: লোকসভা নির্বাচনের আগে একটি বিস্তৃত সাক্ষাৎকার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি বিরোধী নেতাদের কড়া নিশানা করেছেন। সাক্ষাৎকারটি সোমবার বিকেল ৫টায় প্রচারিত হয়েছে।

এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী দেশবাসীর উদ্দেশে বলেছেন যে তাঁর বড় পরিকল্পনা রয়েছে। কাউকে ভয় পাওয়ার দরকার নেই। আমার সিদ্ধান্ত কাউকে ভয় দেখানো বা কাউকে ছোট করার জন্য নয়। দেশের সার্বিক উন্নয়নের জন্য এগুলো তৈরি করা হয়েছে।

কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহারের অভিযোগে সরব বিরোধীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিরোধীদের অভিযোগ সম্পর্কে জানাতে চাওয়া হয়। সংস্থাগুলি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি বিরোধীদের, এমনকী ইভিএম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। মোদী বলেন, ‘আসলে তারা নিজেদের পরাজয়ের কারণ খোঁজার চেষ্টা করছে। যাতে পরাজয়ের দায় সরাসরি তাদের ওপর চাপানো না হয়।’

ইডি, সিবিআই, আয়কর দফতর, নির্বাচন ইত্যাদির মতো সংস্থাগুলির উপর সরকারের প্রভাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মোদী বলেন, ‘এদের (ইডি, সিবিআই) আইন রয়েছে। সেগুলো মোটেই আমার সরকার আনেনি। উল্টে, আমাদের সরকার নির্বাচন কমিশনে সংস্কার এনেছে। এর আগে, কংগ্রেস সরকারের আমলে, ‘পরিবারের’ কাছের লোকদের নির্বাচন কমিশনার করা হয়েছিল, যাঁরা পরে রাজ্যসভার আসন এবং মন্ত্রিত্ব পেয়েছিলেন…আমরা (বিজেপি) সেই স্তরে খেলতে পারি না।’

একইসঙ্গে ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে, প্রধানমন্ত্রী এএনআই-কে বলেছেন, “এক দেশ, এক নির্বাচন আমাদের প্রতিশ্রুতি। দেশের বহু মানুষ আমাদের সঙ্গে এসেছেন। কমিটিকে অনেকেই তাঁদের পরামর্শ দিয়েছেন। অনেক ইতিবাচক ও নতুন চিন্তাভাবনামূলক পরামর্শ এসেছে। এটা বাস্তবায়ন করতে পারলে দেশ অনেক উপকৃত হবে।”

More from দেশMore posts in দেশ »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *