গুজরাটের আহমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল এয়ার ইন্ডিয়ার বিমানে থাকা ২৪২ জন যাত্রী ও বিমান কর্মীদের সকলের। অহমদাবাদ পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়া Boeing 787-8 Dreamliner বিমানটি আহমদাবাদ বিমানবন্দরের কাছের মেঘানিনগর এলাকায় দুপুরে ভেঙে পড়ে। বিমানবন্দর এলাকা থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। দুর্ঘটনার পর সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরের সব উড়ান সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে।
ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেন ও কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অমিত শাহ এবং বেসামরিক বিমান পরিবহণমন্ত্রী রাম মোহন নাইডুর সঙ্গে কথা বলে ঘটনাস্থলে পৌঁছে সর্বাত্মক সাহায্য করার নির্দেশ দিয়েছেন।

জানা গিয়েছে, এক যাত্রী আশ্চর্যজনক ভাবে প্রাণে বেঁচে গিয়েছেন। ওই যাত্রীর নাম বিশ্বকুমার রমেশ। তাঁর বয়স ৩৮ বছর। বিমানটির ১১এ আসনে বসেছিলেন তিনি। দুর্ঘটনার সময় রমেশ কোনও ভাবে বিমান থেকে লাফিয়ে পড়েন। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার পরে সাদা টি-শার্ট পরা এক ব্যক্তিকে রাস্তায় হেঁটে যেতে দেখা যায়। পরে জানা যায়, তিনি রমেশ।



Be First to Comment