অনলাইন কোলফিল্ড টাইমস: তৃতীয় মোদী সরকার শপথ নেওয়ার পর থেকেই কেন্দ্রে এনডিএ সরকারের স্থায়িত্ব নিয়ে লাগাতার প্রশ্ন তুলছে বিরোধী দলগুলো। এমন আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার দাবি করলেন, এনডিএ জোট শুধুমাত্র এবারের পাঁচ বছরে মেয়াদ পূর্ণ করবে না, ২০২৯ সালে সরকারও গঠন করবে।
২৪x৭ মণিমাজরা জল সরবরাহ প্রকল্পের উদ্বোধনের পরে একটি সমাবেশে বক্তৃতা করার সময় শাহ বিরোধীদের দিকে কটাক্ষ ছুড়ে দেন। শাহ বলেন, এখন থেকেই পরের বারের জন্য বিরোধী জোট ‘ ইন্ডিয়া ‘ র বিরোধী আসনে বসার জন্য প্রস্তুত হওয়া উচিত।
তাঁর কথায়,”২০২৯ সালেও বিরোধী আসনে বসার জন্য নিজেকে প্রস্তুত করা উচিত ভারত ব্লকের। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে বিরোধীরা যা করতে চায় তা করতে দিন, ২০২৯ সালেও এনডিএ আসবে, এবং মোদীজি আসবেন। তিনটি নির্বাচনে কংগ্রেস যতগুলি আসন পেয়েছিল তার চেয়ে এই নির্বাচনে বিজেপি বেশি আসন জিতেছে, এটা বিরোধীদের জেনে রাখা উচিত”।

তিনি আরও বলেন, “এরা, যারা অনিশ্চয়তা তৈরি করতে চায়, বারবার বলে যে এই সরকার চলবে না”। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি বিরোধী বন্ধুদের আশ্বস্ত করতে চাই যে শুধু এই সরকার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করবে না, পরবর্তী মেয়াদও এই সরকারেরই হবে । বিরোধী দলে বসতে প্রস্তুত থাকুন এবং বিরোধী দলে কার্যকরভাবে কাজ করতে শিখুন।”
উল্লেখযোগ্য ভাবে, গত ১২ জুলাই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কেন্দ্রে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সরকার অস্থিতিশীল। নিজের পাঁচ বছরে মেয়াদ শেষ করতে পারবে না। এমনকি, লোকসভা ভোটের ফলাফল দেখে তিনি বলেছিলেন, বিজেপি অগণতান্ত্রিকভাবে কেন্দ্রে সরকার গঠন করছে। তিনি পরামর্শ দিয়েছিলেন যে বিরোধী জোট ইন্ডিয়া ভবিষ্যতে সরকার গঠনের দাবি করতে পারে।




Be First to Comment