অনেকে বিশ্বাস করেন মৃত ব্যক্তিরা নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় তাঁদের প্রিয়জনদের দেখতে ফিরে আসেন। তবে এই ঘটনা একটু অন্য রকম!
গুজরাতের মেহসানায় সম্প্রতি এক স্মরণসভায় ঘটে গেল অভাবনীয় ঘটনা। যে ব্যক্তির আত্মার উদ্দেশে শ্রদ্ধা জানাতে পরিবার ও আত্মীয়স্বজনরা একত্র হয়েছিলেন, তিনি হঠাৎ করেই জীবিত অবস্থায় ওই সভায় প্রবেশ করেন।
৪৩ বছরের ব্রিজেশ সুতার, যিনি গত ২৭ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। পরিবার তাঁকে মৃত বলে ধরে নিয়েছিল। তাঁর পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। ১০ নভেম্বর সবরমতী ব্রিজের কাছে একটি পচাগলা মৃতদেহ পাওয়া যায়। পরিবারের সদস্যরা মৃতদেহের চেহারা দেখে তা ব্রিজেশের বলে ধরে নেন। সেই অনুযায়ী, মৃতদেহ দাহ করা হয় এবং শুক্রবার তাঁর স্মরণে প্রার্থনা সভার আয়োজন করা হয়।
কিন্তু সেই সভার মধ্যেই হঠাৎ করে ব্রিজেশ উপস্থিত হন। পুরো ঘটনা দেখে পরিবারের লোকজন থেকে শুরু করে পুলিশ পর্যন্ত হতবাক হয়ে যায়। ব্রিজেশের মা বলেন, “আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু ওর ফোন বন্ধ ছিল। পুলিশ যখন ওই দেহ দেখায়, তা এতটাই ফুলে গিয়েছিল যে আমরা শনাক্ত করতেও ভুল করেছিলাম।”
পরিবারের আরেক সদস্য জানান, ব্রিজেশ দীর্ঘদিন ধরে হতাশা ও মানসিক চাপের শিকার ছিলেন। তবে, ব্রিজেশ কোথায় ছিলেন বা নিখোঁজ হওয়ার সময় কী ঘটেছিল, তা এখনও অজানা। পরিবারের জন্য এই ঘটনাটি যেমন আশ্চর্যজনক, তেমনই বিভ্রান্তিকরও।
এদিকে, ব্রিজেশের জীবিত ফিরে আসায় পুলিশ এখন নতুন একটি সমস্যার মুখোমুখি। কারণ যাঁকে দাহ করা হয়েছে, সেই অজ্ঞাত পরিচয়ের দেহটি আসলে কার? এই অস্বাভাবিক পরিস্থিতি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Be First to Comment