অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: আগামী ১ জুন দিল্লিতে বৈঠকে বসছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। তবে কিন্তু সেই বৈঠকে যেতে পারবেন না বলে জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এমন সিদ্ধান্ত?
ওই দিনই শেষ দফার ভোটগ্রহণ। বাংলার একাধিক গুরুত্বপূর্ণ আসনেও রয়েছে ভোট। সোমবার কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বড়বাজারের সভা সভা থেকে মমতা বলেন, ‘‘বিজেপি এ বার হারবে। ওরা সরকারে আসতে পারবে না। ১ তারিখ তো ‘ইন্ডিয়া’ টিম মিটিং ডেকে দিয়েছে।’’ তার পরেই মমতা বলেন, ‘‘কিন্তু আমি বলেছি, আমি ওই বৈঠকে যেতে পারব না। ওই দিন বাংলায় ন’টি আসনে ভোট রয়েছে। বাংলায় ছাড়াও বিহারে ভোট রয়েছে। উত্তরপ্রদেশে ভোট রয়েছে। অখিলেশ কী ভাবে যাবে?’’
ভোটের পাশাপাশি রাজ্যে সদ্য ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে। সেই কারণেও রাজ্য ছেড়ে যেতে পারবেন না বলে জানিয়েছেন মমতা। তিনি বলেন, ‘‘এক দিকে ভোট, অন্য দিকে দুর্যোগ পরবর্তী ত্রাণকার্য আমাকে তত্ত্বাবধান করতে হবে। ওটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’’

মমতা আবারও স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, বাংলায় সিপিএম-কংগ্রেসের সঙ্গে কোনও জোট নেই। তিনি আরও বলেন, “তৃণমূলকে ছাড়া ইন্ডিয়া জোট সম্ভব নয়।” তাঁর কথায়, ‘‘এখানে কংগ্রেস এবং সিপিএম চাইছে ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দিতে।’’
উল্লেখযোগ্য ভাবে, মমতা ইতিমধ্যে একাধিকবার জানিয়েছেন, রাজ্যে কংগ্রেসের সঙ্গে সমঝোতা না হলেও দিল্লিতে তিনি ইন্ডিয়া-র পাশেই আছেন। তৃণমূলই বাইরে থেকে নেতৃত্ব দিয়ে দেশে ইন্ডিয়া জোট সরকার গড়ে দেবে। তাঁর এই মন্তব্য ঘিরে জলঘোলা শুরু হয়। তার পর অবশ্য মমতা নিজেই অবস্থান স্পষ্ট করে জানান, তিনি জোটেই আছেন। তাঁর এই অবস্থান নিয়ে খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদিও। এদিন সেই জোটের বৈঠকে না যাওয়ার কথা জানালেন মমতা।



Be First to Comment