অনলাইন কোলফিল্ড টাইমস: সবকিছু ঠিকঠাক থাকলে আজ, রবিবার সন্ধ্যায় তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। তার কয়েক ঘণ্টা আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কেন্দ্রে সরকার গড়তে চলেছে বিরোধী জোট ইন্ডিয়া। কারণ, তিনি মনে করেন, বিজেপির নেতৃত্বাধীন এই এনডিএ সরকার বেশি দিন টিকবে না।
এ বারের লোকসভা নির্বাচনে আগের দুই বারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বিজেপি। ২৪০ আসনেই থেমে গিয়েছে বিজেপির বিজয়রথ। স্বাভাবিক ভাবেই সরকার গঠন করতে নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডুদের উপর একটু বেশি নির্ভর করতে হচ্ছে মোদীকে।
এ দিকে, শনিবার দলের জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে তিনি জানান, শেষ পর্যন্ত কেন্দ্রে সরকার গড়বে ‘ইন্ডিয়া’। তাঁর কথায়, ‘‘ইন্ডিয়াই আগামী দিনে সরকার গড়বে। সেটা শুধু সময়ের অপেক্ষা। এখন আমরা শুধু পরিস্থিতির দিকে নজর রেখে চলছি।’’

মমতা আরও বলেন, ‘‘এটা আপনারা কেউ ভাববেন না যে, ‘ইন্ডিয়া’ এখন কিছু করেনি বলে আগামী দিনে করবে না। আমরা অপেক্ষা করছি। কারণ, মোদীকে কেউ চায় না। এই দেশ পরিবর্তন চায়। এত বড় হারের পর ওঁর উচিত ছিল পদত্যাগ করা। আমি যদি সংখ্যাগরিষ্ঠতা না পেতাম, পদে থাকতাম না।”
তবে শুধু মমতা নন, ইন্ডিয়ার সবচেয়ে বড় দল কংগ্রেসের কয়েক জন নেতাও একই দাবি করেছেন। যেমন, জোড়হাটের সাংসদ গৌরব গগৈ বলেন, “প্রাপ্ত ভোটের নিরিখে রায়বরেলিতে রাহুল গান্ধীর জয়ের ব্যবধান বারাণসীতে মোদীর প্রাপ্ত ভোটের ব্যবধানের থেকে অনেক বেশি। সব দেখে মনে হচ্ছে, পাঁচ বছর প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকতে পারবেন না নরেন্দ্র মোদী।”
অন্যদিকে ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছেন, “এনডিএ সরকার অত্যন্ত দৌদুল্যমান। খুব শীঘ্রই এই সরকারের পতন হবে।” তবে বিজেপি নেতাদের দাবি, মাঝপথে সরকার ভেঙে যাওয়ার প্রশ্নই ওঠে না।



Be First to Comment