অনলাইন কোলফিল্ড টাইমস: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ শনিবার। তার আগে একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিখার্জুন খড়্গে দাবি করেন, এ বার ইন্ডিয়া জোট সরকার গঠন করতে চলেছে।
সাক্ষাৎকারটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন খড়্গে। একইসঙ্গে বিরোধী জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়েও বড় দাবি করেন।
জোটের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে কংগ্রেস প্রেসিডেন্ট বলেন, “আমরা এ বার সরকার গঠন করতে যাচ্ছি। ভারত জোট ২৭৫টির বেশি আসন পাবে, এ বার আমরা সবদিক থেকে ভালো রিপোর্ট পেয়েছি।”

জোটের প্রধানমন্ত্রী পদের মুখ নিয়ে বিজেপি ক্রমাগত প্রশ্ন তুলে চলেছে। এর জবাবে তিনি বলেন, “নির্বাচনের পর দলগুলোর বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
লোকসভা নির্বাচনের প্রচার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় কন্যাকুমারী পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালের ধ্যান মণ্ডপে তাঁর ৪৫ ঘণ্টার ধ্যান চলবে। এটিকেও লক্ষ্য করে মল্লিকার্জুন খড়্গে বলেন, “এই ধ্যাব একটি শো। যদি তাঁকে ধ্যান করতেই হয় তবে তিনি ঘরে বসেও তা করতে পারতেন। দশ হাজার পুলিশ দিয়ে কোনো ধ্যান করা যায় না। ধ্যান করার জন্য আপনি নিশ্চয় নিজের সঙ্গে টিভি নিয়ে যাবেন না। এটা শুধু ভান। কেউ যদি কোনো কিছুর জন্য অনুতপ্ত হতে চায় তবে তিনি বাড়িতে বসেই সেটা করতে পারেন।”



Be First to Comment