Press "Enter" to skip to content

লোকসভা ভোটের তারিখ কবে ঘোষিত হবে? জানাল নির্বাচন কমিশন

কলকাতা: আগামীকাল, শনিবার (১৬ মার্চ) দুপুর ৩টেয় লোকসভা ভোটের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই জানিয়ে দিল কমিশন।

এ দিন দুপুরে নির্বাচন কমিশনের মুখপাত্রের এক্স (আগের টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করে জানানো হয়, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে শনিবার দুপুর ৩টেয়। পাশাপাশি কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণও জানানো হবে।

লোকসভার পাশাপাশি চার রাজ্যে বিধানসভা নির্বাচনও হওয়ার কথা। আগামীকাল বিধানসভা ভোটের তারিখও ঘোষণা করবে নির্বাচন কমিশন। যে রাজ্যগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তার মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অরুণাচলপ্রদেশ এবং সিকিম। এছাড়া জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের তারিখও ঘোষণা করা হতে পারে।

ক’দফায় ভোট হবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। ২০১৯ সালের লোকসভা ভোটের মতোই সাত বা আটটি দফায় ভোটগ্রহণ হতে পারে। সাধারণত, ভোট গ্রহণ শুরু হওয়ার ৩০ দিন থেকে ৪৫ দিন আগে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন মু্খ্য নির্বাচন কমিশনার।

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল ১০ মার্চ। তার পর ১১ এপ্রিল থেকে প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছিল। সাত দফার নির্বাচনের শেষ দফায় ভোট গ্রহণ হয়েছিল ১৯ মে। তার পর ২৩ মে ভোটের গণনা হয়েছিল।

More from দেশMore posts in দেশ »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *