অনলাইন কোলফিল্ড টাইমস: লোকসভা নির্বাচনের আরেকটি প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস। এই তালিকায় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, বিহার এবং পশ্চিমবঙ্গের ১৭টি আসনের প্রার্থীদের নাম রয়েছে। তালিকায় অন্ধ্রের পাঁচটি, বিহারের তিনটি, ওড়িশার আটটি এবং পশ্চিমবঙ্গের একটি আসন রয়েছে।
বিহারের কিশানগঞ্জ থেকে মোহাম্মদ জাভেদ, কাটিহারে তারিক আনোয়ার, ভাগলপুরে অজিত শর্মা, ওড়িশার বারগড়ে সঞ্জয় ভোই, সুন্দরগড়ে জনার্দন, বোলাঙ্গিতে মনোজ মিশ্র এবং কালাহান্ডিতে দ্রৌপদী মাঞ্জি, কান্ধমালে আমির চাঁদ নায়ক, বেহরমপুরে রশ্মি রঞ্জন পট্টনায়ককে প্রার্থী করেছে কংগ্রেস। পশ্চিমবঙ্গের দার্জিলিং আসন থেকে প্রার্থী করা হয়েছে মুনীশ তামাংকে। বলে রাখা ভালো, সবমিলিয়ে কংগ্রেস এখনও পর্যন্ত ২৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।
পশ্চিমবঙ্গে কংগ্রেসের জন্য লড়াই বিশেষ কারণে উল্লেখযোগ্য। কারণ বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র অংশ হওয়া সত্ত্বেও, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী দিয়েছেন। দার্জিলিং লোকসভা আসন থেকে প্রার্থী হওয়া মুনীশ তামাং উত্তরবঙ্গের পার্বত্য এলাকার একজন সুপরিচিত নেতা। ভারতীয় গোর্খা কনফেডারেশনের জাতীয় সভাপতি, মুনীশ তামাং গোর্খাল্যান্ড আন্দোলনেও অংশ নিয়েছিলেন তিনি।

শোনা যায়, অজয় এডওয়ার্ডের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে তাঁর। গত সপ্তাহেই অজয় এডওয়ার্ডের সঙ্গে কংগ্রেসের এক রাজনৈতিক বোঝাপড়ার দিন মুনীশকে আনুষ্ঠানিক ভাবে হাত শিবিরে যোগদান করানো হয়েছে। এর পর সেই মুনীশকে দার্জিলিঙের প্রার্থী করল কংগ্রেস।
মাত্র চার দিন আগে (২৮ মার্চ) কংগ্রেসে যোগ দিয়েছিলেন মুনীশ। দিল্লি কংগ্রেস সদর দফতরে দলের সদস্যপদ নেওয়ার পর তিনি বলেছিলেন, “আমি ভারতকে এগিয়ে যাওয়ার জন্য কংগ্রেসে যোগ দিয়েছি। গত বহু বছর ধরে আমাদের গোর্খা সম্প্রদায় বিজেপিকে সময় দিয়েছে, কিন্তু বিনিময়ে আমাদের সম্প্রদায় বিশ্বাসঘাতকতা ছাড়া কিছুই পায়নি।” একসময় এলাকায় বিজেপির ‘বন্ধু’ হিসাবে পরিচিত থাকলেও এখন কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। বিদায়ী সাংসদ এবং এ বারের বিজেপি প্রার্থী রাজু বিস্তের সঙ্গে লড়াই হবে তাঁর।




Be First to Comment