১০ মার্চের মধ্যেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা। প্রতীকী ছবি
কলকাতা: আগামী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই লোকসভা ভোটের দিন ঘোষণা হতে পারে বলে জোর জল্পনাষ সূত্রের খবর, মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ । ১০ মার্চের মধ্যেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা রয়েছে।
রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। অর্থাৎ নির্বাচন কমিশনার সহ সব আধিকারিকরা আসবেন রাজ্যে। আগামী মার্চ মাসের শুরুতেই তাঁরা আসছেন বলে জানা গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে সব প্রস্তুতি খতিয়ে দেখবেন তাঁরা।
সূত্রের খবর, রাজ্যে এসে নির্বাচন কমিশনার একাধিক বৈঠক করবেন। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেন তিনি। ভোটের সময় আইন-শৃঙ্খলা ঠিক রাখা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কথা বলবেন তাঁরা।
জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, কোনও অঘটন না ঘটলে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে লোকসভা নির্বাচন। ২০১৯ সালের লোকসভা ভোটের মতই সাত বা আটটি দফায় ভোটগ্রহণ হতে পারে। সাধারণত, ভোট গ্রহণ শুরু হওয়ার ৩০ দিন থেকে ৪৫ দিন আগে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন মু্খ্য নির্বাচন কমিশনার। এবারও সম্ভবত মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল ১০ মার্চ। তার পর ১১ এপ্রিল থেকে প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছিল। সাত দফার নির্বাচনের শেষ দফায় ভোট গ্রহণ হয়েছিল ১৯ মে। তার পর ২৩ মে ভোটের গণনা হয়েছিল।
Be First to Comment