ঝাড়খণ্ডের হাজারিবাগে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC)-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (DGM) কুমার গৌরবকে শনিবার সকালে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। জানা গেছে, সকালে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা তার ওপর তিন রাউন্ড গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাজারিবাগের অরোগ্যম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এই ঘটনা ঘটেছে হাজারিবাগের কাটকামদাগ থানার ফতেহা এলাকায়। উল্লেখযোগ্যভাবে, দুই বছর আগেও একই জায়গায় রিত্তিক কোম্পানির জেনারেল ম্যানেজারকে গুলি করে হত্যা করা হয়েছিল। একই জায়গায় ফের হত্যাকাণ্ডের ঘটনায় NTPC-র কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বাইরে বের হতে ভয় পাচ্ছেন।
NTPC-র ডিজিএমকে এতটাই নৃশংসভাবে গুলি করা হয়েছিল যে, তাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা বাঁচাতে পারেননি এবং মৃত্যুর ঘোষণা করেন। বিহার থেকে আসা কুমার গৌরবের প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ড হাজারিবাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

এখনও পর্যন্ত হত্যাকারীদের শনাক্ত করা যায়নি এবং তারা পলাতক রয়েছে। তবে পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। হাজারিবাগের এসপি অরবিন্দ কুমার জানিয়েছেন, “অভিযুক্তদের খুঁজে বের করতে পুলিশ তৎপর, খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।”
ঘটনার পরপরই NTPC-র একাধিক কর্মকর্তা অরোগ্যম হাসপাতালে পৌঁছে যান এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং হাজারিবাগের এসপি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন।
এই হত্যাকাণ্ড হাজারিবাগের নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতা সামনে নিয়ে এসেছে। যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।




Be First to Comment