অনলাইন কোলফিল্ড টাইমস: কেন্দ্র সরকারের কাছ থেকে ১.৩৬ লক্ষ কোটি কয়লা বকেয়া আদায়ের লক্ষ্যে ঝাড়খণ্ড সরকার আইনি পদক্ষেপ শুরু করেছে। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে রাজস্ব, নিবন্ধন ও ভূমি সংস্কার বিভাগের সচিবকে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য অনুমোদন দিয়েছে ঝাড়খণ্ড সরকার।
গত মাসে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সরকার এই বকেয়া আদায়ের জন্য আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছিল।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “রাজস্ব, নিবন্ধন ও ভূমি সংস্কার বিভাগের সচিবকে নোডাল অফিসার হিসাবে মনোনীত করা হয়েছে এবং অবিলম্বে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “কোল ইন্ডিয়ার সহায়ক সংস্থাগুলির কাছ থেকে ধোয়া কয়লার রয়্যালটি বকেয়া এবং কমন কজ বকেয়ার মতো বিষয়ে অর্থপ্রাপ্তিতে কোনো প্রতিবন্ধকতা হলে, অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ নিয়ে সমস্যার সমাধান করতে হবে।”
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন শপথ নেওয়ার পরই জানিয়েছিলেন, রাজ্যের পাওনা অর্থ আদায়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই পদক্ষেপ সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।




Be First to Comment