অনলাইন কোলফিল্ড টাইমস: জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে, মঙ্গলবার (১১ জুন, ২০২৪) সন্ধ্যায় কাঠুয়া জেলার একটি গ্রামে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। এতে আহত হয়েছেন এক সাধারণ নাগরিক। কাঠুয়া জেলার হিরানগরীতে এক বাসিন্দার বাড়িতে ঢুকে গুলি চালায় একদল জঙ্গি। অন্য দিকে, হিরানগরের সোহল এলাকার সাইদা গ্রামে লুকিয়ে থাকা সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গিকে নিকেশও করেছে নিরাপত্তা বাহিনী। এর কয়েক ঘণ্টা পরেই ডোডা জেলার সেনাছাউনিতে হানা দেয় সন্ত্রাসবাদীরা।
নিহত জঙ্গির কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও প্রায় এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে। মিলেছে ৩টি ম্যাগাজিন, ৭৫ রাউন্ডের একটি পলিথিন ব্যাগ, ৩টি গ্রেনেড, পাকিস্তানে তৈরি চকোলেট, শুকনো ছোলা, চাপাটি, পাকিস্তানে তৈরি ওষুধ, পেন কিলার ইনজেকশন, ১টি সিরিঞ্জ, এ৪ ব্যাটারি ও ১টি হ্যান্ডসেট।
নিরাপত্তা বাহিনী ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করেছে। অন্যান্য লুকিয়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চলছে। সন্ত্রাসীরা পাকিস্তান থেকে অনুপ্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। আসলে, গত তিন দিনে জম্মু ও কাশ্মীরে তিনটি সন্ত্রাসবাদী হামলা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে ডোডায় এক সেনা ঘাঁটিতে সন্ত্রাসবাদীরা হামলা চালায়। সীমান্তরক্ষীদের সঙ্গে গুলির লড়াই চলে। এখনও পর্যন্ত এই হামলায় পাঁচজন সেনাকর্মী ও একজন পুলিশ অফিসারের আহত হওয়ার খবর মিলেছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কাঠুয়ার ঘটনায় এখনও পর্যন্ত এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীরে জোনের এক উচ্চ পদস্থ পুলিশ অফিসার আনন্দ জৈন। একই সঙ্গে এই হামলার ঘটনার সঙ্গে পাক-যোগের সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছেন না তিনি।
ওইপুলিশ অফিসার জানান, “আমাদের শত্রু প্রতিবেশী সব সময় দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। কাঠুয়ায় এক জঙ্গিকে মেরেছি আমরা। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। জঙ্গিদের খুঁজতে ড্রোনেরও ব্যবহার করা হচ্ছে।”



Be First to Comment