অনলাইন কোলফিল্ড টাইমস: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় একটি জঙ্গি হামলার ঘটনা ঘটে বুধবার (১৭ এপ্রিল,২০২৪) সন্ধ্যায়। এই হামলায় একজন পরিযায়ী শ্রমিক প্রাণ হারান। সংবাদ সংস্থা পিটিআই বিষয়টি নিশ্চিত করেছে। নিহতের নাম রাজা শাহ, তিনি বিহারের বাসিন্দা।
সূত্রের খবর, জঙ্গিরা খুব কাছ থেকে রাজা শাহের উপর গুলি চালায়। হামলার সময় তিনি দুটি গুলিবিদ্ধ হন। একটি গুলি তাঁর ঘাড়ে, অন্যটি তাঁর পেটে লাগে। আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে তাঁকে বাঁচানো যায়নি।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী বর্তমানে হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান চালাচ্ছে। এদিকে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ডেমোক্রেটিক প্রগ্রেসিভ আজাদ পার্টির (ডিপিএপি) প্রধান গুলাম নবী আজাদ হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, এসব (জঙ্গি কার্যকলাপ) বন্ধ করতে হবে। মানুষ শান্তি চায় কিন্তু জঙ্গিরা শান্তি চায় না। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

এদিকে সেনাবাহিনীর মন্তব্য উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বুধবার অনন্তনাগ থেকে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। উভয়ের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।




Be First to Comment