Press "Enter" to skip to content

বিশ্ববিদ্যালয়গুলি এখন বছরে দু’বার ভর্তির সুযোগ দিতে পারে, জানাল ইউজিসি

অনলাইন কোলফিল্ড টাইমস : উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তির নিয়মে আরও নমনীয়তা নিয়ে এল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে বছরে দুবার ছাত্র ভর্তি করতে পারে দেশের বিশ্ববিদ্যালয়গুলি। ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী, নতুন শিক্ষাবর্ষ থেকে জানুয়ারি-ফেব্রুয়ারি বা জুলাই-আগস্টে পড়ুয়াদের ভর্তি নিতে পারে বিশ্ববিদ্যালয়গুলি।

ইউজিসির তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বছরে দুবার ভর্তি নেওয়ার এই পদ্ধতি মোটেই বাধ্যতামূলক নয়। এই নিয়ম সেই কলেজগুলির জন্য কার্যকরী হতে পারে, যেখানে পড়ুয়াদের সংখ্যা নিতান্তই কম। তারা পড়ুয়ার সংখ্যা বাড়ানোর জন্য নতুন এই পদ্ধতি কাজে লাগাতে পারে। ইউজিসির ঘোষণা অনুযায়ী, নতুন এই পদ্ধতি অবলম্বন করতে ইচ্ছুক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তাদের নিয়মে যথোপযুক্ত সংশোধন করতে হবে।

এর আগে ওপেন অ্যান্ড ডিসটেন্স লার্নিং (ODL) এবং অনলাইন মোডের অধীনে দ্বিবার্ষিক ভর্তির অনুমতি দিয়েছিল ইউজিসি। বর্তমানে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি একটি শিক্ষাবর্ষে এক বারই পড়ুয়া ভর্তি করে, যা জুলাই-আগস্টে শুরু হয় এবং মে-জুন মাসে শেষ হয়।

ইউজিসি অনলাইন বা দূরশিক্ষণের জন্য দুই-চক্রে ভর্তির অনুমতি দেওয়ার পরে তালিকাভুক্তির সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্ট কর্তপক্ষ। ২০২২ সালের জুলাই মাসে মোট ১৯,৭৩,০৫৬ জন নথিভুক্ত হয়েছিল, ২০২৩ সালের জানুয়ারিতে অতিরিক্ত ৪,২৮,৮৫৪ জন ভর্তি হয়। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট‌, এক বছরের দ্বিতীয় শিক্ষাবর্ষে প্রায় পাঁচ লক্ষ পড়ুয়া অপেক্ষা না করে তাঁদের পছন্দের ডিগ্রি প্রোগ্রামে যোগদান করতে সক্ষম হয়েছেন।

তবে, নতুন এই ভর্তি প্রক্রিয়া অবলম্বনের জন্য বেশ কিছু পারিপার্শ্বিক চাহিদাও পূরণ করতে হবে। ইউজিসি প্রধান অবধেশ কুমার জানিয়েছেন, বছরে দু’বার ভর্তির প্রক্রিয়া চললে কোনও পড়ুয়ার যেমন গোটা বছর নষ্ট হবে না, তেমনই বছরে দু’বার করে ক্যাম্পাসে নিয়োগের পরীক্ষাও চালাতে হবে। এর জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষ, গবেষণাগার, পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের ব্যবস্থাও রাখতে হবে।

More from দেশMore posts in দেশ »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *