কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সংগৃহীত ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস: তিনি কেন্দ্রের অর্থমন্ত্রী। কিন্তু আসন্ন লোকসভা ভোটে বিজেপির কাছ থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব পেয়েও তা গ্রহণ করতে পারছেন না নির্মলা সীতারমন। কারণ একটাই, অর্থাভাব।
বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। জানিয়েছেন, তাঁর কাছে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রয়োজনীয় ‘টাকা’ নেই।
জানা গিয়েছে, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা নির্মলাকে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দিয়েছেন। কিন্তু এই একটাই কারণে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
টাইমস নাও সামিট ২০২৪-এ যোগ দিয়েছিলেন নির্মলা সীতারমন। সেখানেই জানান, “এক সপ্তাহ বা দশ দিন চিন্তা করেছি। কিন্তু আমার পক্ষে বোধহয় সম্ভব হবে না। আমার কাছে প্রতিদ্বন্দ্বিতা করার মতো টাকা নেই। অন্ধ্রপ্রদেশ হোক বা তামিলনাড়ু, আমারও সমস্যা আছে। অনেকে হয়তো জয়-পরাজয়ের বিষয়টা নিয়ে প্রশ্ন তুলতে পারেন। কিন্তু আমি জানিয়েছি, আমার মনে হয় টাকার কারণেই আমি ভোটে দাঁড়াতে পারব না”।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও জানান, “আমি খুবই কৃতজ্ঞ যে দল আমার যুক্তি মেনে নিয়েছে… তাই আমি প্রতিদ্বন্দ্বিতা করছি না”। কিন্তু প্রশ্ন, তাঁর কাছে কেন পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই? অর্থমন্ত্রীর সাফ জবাব, “দেশের টাকা মোটেই আমার নয়।”
বলে রাখা ভালো, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রাজ্যসভার সাংসদ। তাঁকে কর্নাটক থেকে রাজ্যসভায় জায়গা দিয়েছে বিজেপি। তবে, এ বারের লোকসভা ভোটে তাঁকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছেন নড্ডা।
Be First to Comment