অনলাইন কোলফিল্ড টাইমস: বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে দেশের একাধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আইএমডি জানিয়েছে, নাগাল্যান্ড ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতায় এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অসম, মেঘালয়সহ উত্তর-পূর্বের বেশ কয়েকটি রাজ্যে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টি ও তুষারপাত হতে পারে। ১৯ ফেব্রুয়ারি নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আগামী সাত দিন ধরে অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও সিকিমের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই অরুণাচলপ্রদেশে তুষারপাত ও বৃষ্টি শুরু হয়েছে।

এছাড়া, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ১৯-২০ ফেব্রুয়ারি হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
রাজস্থানে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি ভারী বৃষ্টি হতে পারে, আর ১৯-২০ ফেব্রুয়ারি পঞ্জাব, হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশেও বৃষ্টি হবে বলে জানিয়েছে আইএমডি।
এদিকে, উত্তর ভারতের সমতল অঞ্চলে যেমন দিল্লি-এনসিআর, উত্তরপ্রদেশ ও বিহারে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। অন্যদিকে, পাহাড়ি এলাকায় বৃষ্টি ও তুষারপাতের প্রবণতা দেখা যাচ্ছে। দেশের কিছু অংশে সকাল ও রাতে হালকা কুয়াশারও সম্ভাবনা রয়েছে।




Be First to Comment