Press "Enter" to skip to content

১১ বছর পর এ বার কি মহিলা মুখ্যমন্ত্রী পেতে চলেছে দিল্লি?

দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিজেপি। ৭০টি আসনের মধ্যে ৪৮টিতে জয়ী হয়ে ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরেছে দলটি। এবার বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী কে হবেন, তা নিয়ে চলছে চিন্তাভাবনা।

এমনিতে মুখ্যমন্ত্রী বাছাইয়ে চমক দেওয়ার জন্য পরিচিত বিজেপি। এবারও সেই ধারা বজায় রাখতে পারে বলে মিডিয়া সূত্রে জানা গেছে। বিজেপি নির্বাচিত বিধায়কদের মধ্য থেকেই মুখ্যমন্ত্রী নির্বাচন করবে বলে সূত্রে জানানো হয়েছে। এছাড়া, চার মহিলা বিধায়কের মধ্যে কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হতে পারে।

টাইমস নাও-এর সূত্র অনুযায়ী, বিজেপি নির্বাচিত বিধায়কদের মধ্য থেকেই মুখ্যমন্ত্রী নির্বাচন করবে। দলটি চার মহিলা বিধায়ক – নীলম পহলওয়ান, রেখা গুপ্তা, পুনম শর্মা এবং শিখা রায়ের মধ্যে কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিতে পারে। যদি দিল্লিতে কোনো মহিলা মুখ্যমন্ত্রী হন, তাহলে তা হবে কংগ্রেসের শীলা দীক্ষিতের পর ১১ বছরে প্রথম। শীলা দীক্ষিত দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে ১৫ বছর দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে, আম আদমি পার্টির (আপ) শীর্ষ নেতাদের মধ্যে একমাত্র বিজয়ী অতীশি রবিবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন সুপ্রিম কোর্টের শর্ত মেনে, যেখানে অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেওয়া হয়েছিল এই শর্তে যে তিনি কোনো ফাইলে সই করবেন না।

সামাজিক কৌশলের দিকে নজর রেখে বিজেপি এবার উপ-মুখ্যমন্ত্রীও মনোনীত করতে পারে। সূত্রে জানা গেছে, দিল্লি সরকারের পুরো মন্ত্রিসভায় মহিলা ও দলিত প্রতিনিধিত্ব উল্লেখযোগ্য হতে পারে।

মুখ্যমন্ত্রী পদে শীর্ষ প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রবেশ সাহিব বর্মা, যিনি নয়া দিল্লি আসনে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে দিল্লি নির্বাচনের ফলাফলের দিনে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। তাঁর বাবা সাহিব সিং বর্মা দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন।

More from দেশMore posts in দেশ »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *