অনলাইন কোলফিল্ড টাইমস: নিউ দিল্লি রেল স্টেশনে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করল ভারতীয় রেল। গুরুতর আহতদের জন্য ২.৫ লাখ টাকা এবং সামান্য আহতদের জন্য ১ লাখ টাকা ক্ষতিপূরণ নির্ধারিত হয়েছে।
শনিবার রাতে প্রয়াগরাজগামী ট্রেন ধরতে যাত্রীদের ব্যাপক ভিড় জমেছিল দিল্লি স্টেশনে। সূত্রের খবর, চাহিদা এতটাই বেড়ে গিয়েছিল যে প্রতি ঘণ্টায় প্রায় ১৫০০ সাধারণ টিকিট বিক্রি করা হচ্ছিল।
রাত ৯টা নাগাদ ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসতেই হুড়োহুড়ি শুরু হয়। অতিরিক্ত ভিড়ের চাপে ওভারব্রিজ ও চলন্ত সিঁড়ির কাছে ধাক্কাধাক্কিতে অনেকে পড়ে যান। মুহূর্তের মধ্যে সৃষ্টি হয় বিশৃঙ্খলা, আর তাতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বেশ কয়েকজনের।

প্রথমে দুর্ঘটনার খবর স্বীকার করতে না চাইলেও, পরে এলএনজেপি হাসপাতাল জানায়, পদপিষ্ট হয়ে অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেন বাতিল হওয়ার গুজবে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলে একসঙ্গে বহু যাত্রী ১৪ নম্বর প্ল্যাটফর্মে জড়ো হন। এরপর ১৫ ও ১৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসার ঘোষণা হতেই ফের বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
রেলওয়ে পুলিশের ডেপুটি কমিশনার কেপিএস মালহোত্রা জানিয়েছেন, “প্রয়াগরাজ এক্সপ্রেস তখন ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল, প্রচণ্ড ভিড় ছিল স্টেশনে। পাশাপাশি, স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস ও ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেসও দেরিতে চলছিল। ফলে তিনটি ট্রেনের যাত্রীদের চাপ একসঙ্গে পড়েছিল।”
রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। ভবিষ্যতে যাতে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো যায়, তার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে বিভিন্ন মহলে।




Be First to Comment