অনলাইন কোলফিল্ড টাইমস: ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটকে দূরদর্শী বাজেট হিসেবে উল্লেখ করলেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী জি কিসান রেড্ডি। শনিবার বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এর পর পরই কয়লামন্ত্রী বলেন, এই বাজেট কৃষক, মধ্যবিত্ত, নারী এবং উদ্যোক্তাদের ক্ষমতায়ন করবে এবং ‘বিকসিত ভারত’-এর জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলবে।
তিনি সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে বলেন, এই বাজেটে বড় অর্থনৈতিক সংস্কার আনা হয়েছে, যা ‘ইজ অফ ডুয়িং বিজনেস’ সহজ করবে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME), স্টার্টআপ এবং উদ্যোক্তাদের জন্য আর্থিক সুবিধার সুযোগ বাড়াবে এবং বিনিয়োগের পরিবেশকে শক্তিশালী করবে।
এছাড়া, বাজেট কেন্দ্র-রাজ্য সহযোগিতাকে মজবুত করে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে বলেই আশাপ্রকাশ করেন তিনি। তাঁর কথায়, আত্মনির্ভরতা, স্থিতিশীল প্রবৃদ্ধি ও বৈশ্বিক প্রতিযোগিতার মাধ্যমে ‘বিকশিত ভারত’ গড়ার এনডিএ সরকারের প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে এই বাজেটে।

কিসান রেড্ডি বলেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে একটি দূরদর্শী বাজেট উপস্থাপনের জন্য অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই, যা অন্নদাতা, মধ্যবিত্ত, নারী এবং উদ্যোক্তাদের ক্ষমতায়ন করবে”।




Be First to Comment