অনলাইন কোলফিল্ড টাইমস: ম্যানেজমেন্ট ট্রেনি (MT) পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করেছে কোল ইন্ডিয়া লিমিটেড (Coal India Limited)। যোগ্য প্রার্থীরা কোল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট coalindia.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৪৩৪টি শূন্যপদ পূরণ করা হবে।
আবেদনের তারিখ
রেজিস্ট্রেশন শুরু: ১৫ জানুয়ারি, ২০২৫

শেষ: ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
পদের বিবরণ
- কমিউনিটি ডেভেলপমেন্ট: ২০টি পদ
- এনভায়রনমেন্ট: ২৮টি পদ
- ফিনান্স: ১০৩টি পদ
- লিগ্যাল: ১৮টি পদ
- মার্কেটিং ও সেলস: ২৫টি পদ
- ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট: ৪৪টি পদ
- পার্সোনেল ও এইচআর: ৯৭টি পদ
- সিকিউরিটি: ৩১টি পদ
- কোল প্রিপারেশন: ৬৮টি পদ
যোগ্যতা ও বয়সসীমা
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা সম্পর্কে বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের শুধুমাত্র কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা (CBT)-এর মাধ্যমে নির্বাচন করা হবে। পরীক্ষার তারিখ সম্পর্কে তথ্য অ্যাডমিট কার্ডের মাধ্যমে জানানো হবে।
পরীক্ষার সময় ৩ ঘণ্টা এবং এটি দুইটি পত্রে বিভক্ত থাকবে—
- পেপার-১: সাধারণ জ্ঞান/সচেতনতা, যুক্তি, সংখ্যাতত্ত্ব ও ইংরেজি
- পেপার-২: সংশ্লিষ্ট বিষয়ে পেশাগত জ্ঞান (১০০টি এমসিকিউ থাকবে প্রতিটি পত্রে)
আবেদন ফি
- সাধারণ (UR) / ওবিসি (ক্রীমি লেয়ার ও নন-ক্রীমি লেয়ার) / ইডব্লিউএস: ১০০০ টাকা + ১৮% জিএসটি = ১১৮০ টাকা
- এসসি / এসটি / PwBD / কোল ইন্ডিয়ার কর্মচারীরা: ফি নেই
প্রার্থীরা সরাসরি coalindia.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।




Be First to Comment