Press "Enter" to skip to content

‘ট্রায়াল দিতে এসেছি, ফাইনাল খেলতে আবার আসব’, অসমে লোকসভার প্রচারে গিয়ে হুঁশিয়ারি বাংলার মুখ্যমন্ত্রীর

অনলাইন কোলফিল্ড টাইমস: তৃণমূল কংগ্রেসের চারজন প্রার্থীর সমর্থনে অসমে প্রচারে গিয়েছেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি জানিয়ে দিলেন, এই প্রচার আসলে ট্রায়াল। ফাইনাল খেলা এখনও বাকি আছে। আগামী বিধানসভা নির্বাচনে অসমের সব আসনে প্রার্থী দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

বেকারত্ব-সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করেছেন মুখ্যমন্ত্রী। সরব হয়েছেন কেন্দ্রের বিরুদ্ধে। শিলচরের জনসভা থেকে মমতা বলেন, ‘‘তৃণমূল এ বার অসমে চারটি আসনে লড়ছে। এটা তো সবে ট্রায়াল দেখছেন। ট্রায়াল দিতে এসেছি। ফাইনাল খেলা এখনও বাকি। আমি আবার আসব।’’

শিলচর কেন্দ্রে তৃণমূলের টিকিটে এ বার ভোটে দাঁড়িয়েছেন রাধেশ্যাম বিশ্বাস। তাঁর সমর্থনে ভোট চেয়েছেন মমতা। তিনি বলেন, ‘‘আপনারা আমাকে জেতান। আমার প্রার্থী রাধেশ্যাম এবং অন্যান্যদের জেতান। আমি কথা দিচ্ছি, বিধানসভায় সব আসনে তৃণমূল প্রার্থী দেবে।’’

মমতা আরও বলেন, “আপানারা কিছু না বলতেই সুস্মিতা দেবকে সাংসদ করিয়ে দিয়েছি। এবার দিয়ে দেখুন। আমি তো আসতে আসতে দেখলাম শিলচরে কিছুই হয়নি। কিছুই নেই। দু’একটা ছোট ছোট দোকান আর বিজেপির কারখানা ছাড়া কিছুই নেই। আমি যখন আসছিলাম তখনও আমায় দেখে পার্টির স্লোগান দিচ্ছিল। আমি বলব তোরা আমার ভূত দেখিস। দিয়ে যা, যার যা ইচ্ছা স্লোগান দিয়ে যা। আমার ফোস্কা পড়বে না। আমি মা-মাটি-মানুষকে বিশ্বাস করি। ঘা যেদিন মা-মাটি-মানুষ দেবে সেদিন বুঝবে কত ধানে কত চাল।”

সিএএ-এনআরসি নিয়ে মমতা বলেন, “আগামী বিধানসভায় সব আসনে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। আর আমরা জিতলে এনআরসি হবে না, তুলে দেব। সিএএ হবে না, ইউসিসি হবে না। আজও যাঁরা ডিলিস্টে পড়ে আছেন, তাঁদের ভবিষ্যৎ করে দেব। এ কথা বড় গলায় বলে গেলাম।”

More from দেশMore posts in দেশ »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *