আবারও ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। প্রতীকী ছবি
নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য় বড় উপহার দিল মোদী সরকার। চলতি বছরের ১ জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা (DA) বর্তমান ৪৬ শতাংশ থেকে বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ করেছে কেন্দ্র। এতে এক কোটিরও বেশি কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন।
কেন্দ্রীয় মন্ত্রিসভা ১ জানুয়ারি, ২০২৪ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (ডিআর)-এর একটি অতিরিক্ত কিস্তি প্রকাশের অনুমোদন দিয়েছে। বর্তমান এই হার ৪৬ শতাংশ থেকে ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল মন্ত্রিসভার বৈঠকের পরে এই ঘোষণা করেন।
ডিএ বৃদ্ধির পাশাপাশি পরিবহণ ভাতা, ক্যান্টিন ভাতা ও ডেপুটেশন ভাতা-সহ অন্যান্য ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ২৭ শতাংশ, ১৯ শতাংশ ও ৯ শতাংশ থেকে বাড়িয়ে যথাক্রমে ৩০ শতাংশ, ২০ শতাংশ ও ১০ শতাংশ করা হয়েছে। গ্রাচুইটির সুবিধা বিদ্যমান ২০ লক্ষ টাকা থেকে ২৫ শতাংশ বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করা হয়েছে।
প্রসঙ্গত, কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ৪৮ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগীরা উপকৃত হবেন। হোলির আগে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, সরকার উজ্জ্বলা প্রকল্পের মেয়াদ এক বছরের জন্য বাড়ানোরও ঘোষণা করেছে।
উল্লেখযোগ্য ভাবে, শেষ বার ২০২৩ সালের অক্টোবরে মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার। চার মাসের মাথায় আবার তা বৃদ্ধি করা হল। এ দিকে চলতি অর্থবর্ষের বাজেট পেশের সময় পশ্চিমবঙ্গ সরকার তাদের কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করে। এর পরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে তাঁদের কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক হয় ৩৬ শতাংশ। কিন্তু কেন্দ্র ফের ডিএ বাড়ানোয় এ বার সেই ফারাক ফের বৃদ্ধি পেয়ে ৪০ শতাংশ হল।
Be First to Comment