অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: লোকসভা নির্বাচনের আবহে একশো দিনের কাজ প্রকল্পে দৈনিক মজুরি বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের গত বাজেটেই মজুরি বৃদ্ধির ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই মতোই হয়েছে অর্থবরাদ্দ। এ বার মজুর বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। এই বর্ধিত মজুরি ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
সংশোধিত মজুরি তালিকা অনুযায়ী, ১০০ দিনের কাজে দেশে সর্বোচ্চ মজুরি দেওয়া হয় হরিয়ানাতে, ৩৭৪ টাকা। অন্য় দিকে, সর্বনিম্ন মজুরি দেওয়া হবে উত্তরপূর্বের অরুণাচলপ্রদেশ এবং নাগাল্যান্ডে, দৈনিক ২৩৪ টাকা।
তবে, একশো দিনের কাজে মজুরি সবচেয়ে বেশি বেড়েছে গোয়াতে। সেখানে একবারে দৈনিক মজুরি বেড়েছে ৩৪ টাকা। আর কর্নাটকে দৈনিক মজুরি বেড়েছে ৩৩ টাকা। অসমে ২৩৮ টাকা থেকে বেড়ে নয়া মজুরি নির্ধারিত হয়েছে ২৪৯ টাকা।
পশ্চিমবঙ্গে ২০২৩-২৪ অর্থবর্ষে মনরেগা প্রকল্পে দৈনিক মজুরি দেওয়া হতো ২৩৭ টাকা করে। সেখাৱ থেকে বেড়ে হল ২৫০ টাকা। অর্থাৎ, পশ্চিমবঙ্গে একশো দিনের কাজে মজুরি বাড়ল ১৩ টাকা।
ইতিমধ্যেই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জারি হয়েছে আদর্শ আচরণবিধি। তবে সংশোধিত মজুরি হার নিয়ে বিজ্ঞপ্তি দেওয়ার জন্য নির্বাচন কমিশনের অনুমতি পেয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। বলে রাখা ভালো, ২০১৭ সাল থেকে এতে কোনও পরিবর্তন হয়নি। এতে দেশের সম্পদ সঠিক ভাবে বণ্টন হয় না বলে অভিযোগ উঠেছে।
Be First to Comment