অনলাইন কোলফিল্ড টাইমস: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬ পেশ করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি সমাজের সব স্তরের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, শিল্পের প্রসার এবং মধ্যবিত্ত শ্রেণির ক্রয়ক্ষমতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।
এই বাজেটে আয়কর স্ল্যাব ও করের হার পরিবর্তন সহ একাধিক সংস্কার ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, করদাতাদের সুবিধার্থে বেশ কিছু বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।
সাধারণ মানুষের জন্য বাজেট ২০২৫-এর ১০টি গুরুত্বপূর্ণ ঘোষণা:

- নতুন কর ব্যবস্থায় ১২ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত।
- কর হার পরিবর্তনের ফলে সরকার ১ লক্ষ কোটি টাকা প্রত্যক্ষ কর এবং ২,৬০০ কোটি টাকা পরোক্ষ কর ছাড় দেবে।
- বার্ষিক ২৫ লাখ টাকা আয়ে কর ছাড় ১,১০,০০০ টাকা, ১৮ লাখ টাকা আয়ে কর ছাড় ৭০,০০০ টাকা।
- মোবাইল ব্যাটারি উৎপাদনের জন্য ২৮টি নতুন পণ্যকে শুল্কমুক্ত ক্যাপিটাল গুডসের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
- স্টার্টআপের জন্য কর সুবিধা পেতে সংস্থার অন্তর্ভুক্তির সময়সীমা আরও ৫ বছর বাড়ানো হয়েছে।
- প্রায় ১ কোটি গিগ-ওয়ার্কারদের পরিচয়পত্র দেওয়া হবে এবং ই-শ্রম পোর্টালে নথিভুক্ত করা হবে। তাঁদের জন্য প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
- SWAMIH প্রকল্পের আওতায় ৫০,০০০ ফ্ল্যাট সম্পন্ন হয়েছে, ২০২৫ সালে আরও ৪০,০০০ ফ্ল্যাট নির্মাণ হবে। নতুন SWAMIH Fund 2-এর জন্য ১৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা ১ লাখ অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণে সাহায্য করবে। এতে মধ্যবিত্তদের ইএমআই ও ভাড়ার বোঝা কমবে।
- নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণে টিসিএস বাতিল করা হয়েছে।
- বার্ষিক ভাড়ার উপর টিডিএসের সীমা ২.৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ৬ লাখ টাকা করা হয়েছে।
- প্রবীণ নাগরিকদের সুদের আয়ের উপর কর ছাড়ের সীমা দ্বিগুণ করে ১ লাখ টাকা করা হয়েছে।




Be First to Comment