Press "Enter" to skip to content

দিল্লিতে পদ্মঝড়, নয়াদিল্লি আসনে পরাজিত অরবিন্দ কেজরিওয়াল

অনলাইন কোলফিল্ড টাইমস: দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির (AAP) দুর্গ ভেঙে চুরমার করল বিজেপি। নয়াদিল্লি আসনে ১২ বছরের শাসনের অবসান ঘটিয়ে পরাজিত হলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। প্রায় ৩ হাজার ভোটে বিজেপির প্রবেশ বর্মার কাছে হার স্বীকার করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।

শুধু কেজরিওয়াল নন, পরাজিত হয়েছেন আপ-এর আরেক গুরুত্বপূর্ণ নেতা মণীশ সিসোদিয়াও। জংপুরা আসনে ৬০০ ভোটে বিজেপি প্রার্থীর কাছে হেরেছেন তিনি। তবে এই বিপর্যয়ের মধ্যেও মুখরক্ষা করেছেন বিদায়ী শিক্ষামন্ত্রী আতিশি মারলেনা। কালকাজি আসনে প্রায় ৪ হাজার ভোটে জয়ী হয়েছেন তিনি।

গত ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০টি বিধানসভা আসনে ১৩,৭৬৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল। ৬৯৯ জন প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণে ভোট দেন ১.৫৫ কোটি যোগ্য ভোটারের মধ্যে ৬০.৫৪ শতাংশ। নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৪৫টিতে এগিয়ে অথবা জয়ী বিজেপি। 

২০১৩ সালে কংগ্রেসের প্রবীণ নেত্রী শীলা দীক্ষিতকে হারিয়ে নয়াদিল্লি বিধানসভা আসন দখল করেছিলেন কেজরিওয়াল। দুর্নীতি বিরোধী আন্দোলনের মুখ হয়ে ওঠা কেজরি এবার নিজ আসনেই হেরে গেলেন। বিজয়ী বিজেপি প্রার্থী প্রবেশ বর্মা বলেছেন, “এই জয় আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়।”

প্রবেশ বর্মা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা সাহিব সিং বর্মার ছেলে। ১৯৭৭ সালে জন্মগ্রহণ করা প্রবেশ দিল্লি পাবলিক স্কুলের ছাত্র ছিলেন। ২০১৩ সালে মেহরউলি আসন থেকে বিধায়ক হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন। ২০১৪ এবং ২০১৯ সালে পশ্চিম দিল্লি থেকে লোকসভা নির্বাচনে জয়লাভ করেন। এবার বিধানসভা জয় দিয়ে দিল্লির রাজনীতিতে বিজেপির নতুন অধ্যায়ের সূচনা হবে কি না, তা সময়ই বলবে।

More from দেশMore posts in দেশ »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *