Press "Enter" to skip to content

মন্ত্রী হয়ে গেলেন নাড্ডা, বিজেপির নতুন সভাপতি কে?

অনলাইন কোলফিল্ড টাইমস: রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি শপথ নিলেন আরও বেশ কয়েকজন মন্ত্রী। শপথ নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। এর পরই জল্পনা, নাড্ডা মন্ত্রীসভায় ঠাঁই পাওয়ার পর কাকে করা হবে দলের সর্বভারতীয় সভাপতি?

২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী মোদীর প্রথম মন্ত্রীসভায় স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্বে ছিলেন নাড্ডা। ২০২০ সালে, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলের সভাপতি অমিত শাহের স্থলাভিষিক্ত হয়ে বিজেপি প্রধানের দায়িত্ব নেন।

২০২২ সালের সেপ্টেম্বরে, দলের শীর্ষ পদে নাড্ডার মেয়াদ শেষ হয়ে যায়। তবে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তাঁর মেয়াদ সম্প্রসারণ করা হয়। সভাপতি পদে নাড্ডার মেয়াদ আরও চার মাসের জন্য বাড়ায় বিজেপি।

নাড্ডার ছেড়ে যাওয়া জায়গায় কাকে বসানো হবে, তা নিয়ে বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে, একটি সূত্রের দাবি, বিজেপির বড় দুই মুখ অনুরাগ ঠাকুর ও স্মৃতি ইরানি-যারা এবারের মন্ত্রীসভায় স্থান পাননি, তাদের মধ্য়ে কাউকে সর্বভারতীয় সভাপতি করা হতে পারে।

তবে বিভিন্ন মহলে জল্পনা, দলের জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, রাজ্যসভার প্রাক্তন সাংসদ ওম প্রকাশ মাথুর, ওবিসি মোর্চার প্রধান কে লক্ষ্মণের নাম রয়েছে বিজেপির সম্ভাব্য সভাপতির তালিকায়।

তবে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকেও এই পদ দেওয়া হতে পারে বলে জল্পনা রয়েছে। যেহেতু চলতি বছরেই মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচন রয়েছে, তাই দলীয় কর্মী ও রাজ্য়বাসীদের মন জিততে বড় চমক দিতে পারে বিজেপি।

More from দেশMore posts in দেশ »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *