অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: মঙ্গলবার প্রকাশিত হতে পারে লোকসভা নির্বাচনে বিজেপির তৃতীয় দফার প্রার্থী তালিকা। এর সঙ্গেই পশ্চিমবঙ্গের বাকি ২৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করতে পারে বিজেপি।
এর আগে প্রথম দফায় ১৯৪টি এবং দ্বিতীয় দফায় ৭২ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। প্রথম তালিকায় ছিল বাংলার ২০টি আসন। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণার পর পরই আসানসোল লোকসভা কেন্দ্র থেকে নিজের নাম সরিয়ে নেন ভোজপুরি গায়ক পবন সিং। ফলে বাংলার ৪২টি আসনের জন্য বিজেপির ঘোষিত প্রার্থীর নামের সংখ্যা দাঁড়ায় ১৯-এ। দ্বিতীয় দফার প্রার্থীতালিকায় ছিল না বাংলার কোনো আসন।
গত শনিবার ২০২৪ সালের লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সাত দফায় হবে লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল ভোট শুরু হবে। দ্বিতীয় দফায় ভোট ২৬ এপ্রিল। তৃতীয় দফায় ভোট ৭ মে। চতুর্থ দফার ভোট হবে ১৩ মে। পঞ্চম দফার ভোট হবে ২০ মে। ষষ্ঠ দফার ভোট হবে ২৫ মে। সপ্তম দফার ভোট হবে ১ জুন। ৪ জুন গণনা হবে।
কমিশনের ঘোষণা অনুযায়ী, পশ্চিমবঙ্গে সাত দফায় ভোট হবে। গত লোকসভা নির্বাচনেও পশ্চিমবঙ্গে সাত দফাতেই ভোট হয়েছিল। ভোটের নির্ঘণ্টের দিকে নজর রেখেই এ দিন তৃতীয় তালিকায় বাংলার বাকি আসনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।
উল্লেখ্য, বঙ্গ বিজেপির সঙ্গে দু’দফায় কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক হয়েছে সোমবার। প্রথমটি হয়েছে অশোকা রোডে বিজেপির পুরনো পার্টি অফিসে। দ্বিতীয় ধাপে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে মিটিং হয়েছে রাজ্য নেতৃত্বের। রাজনৈতিক মহলের অনুমান, মূলত সাংগঠনিক বিষয়ে আলোচনার পাশাপাশি প্রার্থীবাছাই নিয়েও কথাবার্তা চূড়ান্ত হতে পারে সেখানে।
Be First to Comment