অনলাইন কোলফিল্ড টাইমস: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বর্তমানে আদালতের নির্দেশে ইডি হেফাজতে রয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর অনুপস্থিতিতে শীর্ষপদে শোনা যাচ্ছে স্ত্রী সুনীতা কেজরিওয়ালের নাম। একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বেড়েছে জল্পনা।
এর আগে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের এক মন্তব্যের পর এমনই জল্পনা শুরু হয়েছিল জাতীয় রাজনীতিতে। গত বুধবার অনুরাগ দাবি করেন, সুনীতা ধীরে ধীরে দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সির দিকে এগিয়ে যাচ্ছেন। এ বার, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি বললেন, আম আদমি পার্টি (আপ) প্রধানের স্ত্রী সুনিতা কেজরিওয়াল সম্ভবত শীঘ্রই শীর্ষ পদে বসার প্রস্তুতি নিচ্ছেন। মন্ত্রীর কথায়, “কেজরিওয়ালের স্ত্রী শুধু রাজস্ব পরিষেবার একজন সহকর্মীই ছিলেন না। তাঁরা সবাইকে সরিয়ে দিয়েছেন। এখন ম্যাডাম সম্ভবত শীর্ষ পদের জন্য প্রস্তুতি নিচ্ছেন”।
এ ব্যাপারে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়িদেবীর নাম টেনে এনেছেন কেন্দ্রীয় মন্ত্রী পুরি। কটাক্ষের সুরে তিনি বলেন, “ম্যাডাম (সুনীতা কেজরিওয়াল) সম্ভবত বিহারে রাবড়িদেবী যে ভাবে করেছিলেন, তাঁর মতোই পদটি ধরে রাখার জন্য প্রস্তুতি নিচ্ছেন”। একাধিক দুর্নীতির মামলায় লালুপ্রসাদ জেলে যাওয়ার পরে রাবড়িদেবী বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন।
উল্লেখযোগ্য ভাবে, ইডি হেফাজত থেকে কেজরিওয়াল যা বার্তা দিচ্ছেন, তা পড়ে শোনাচ্ছেন তাঁর স্ত্রী সুনীতাই। কেজরিওয়াল এখনও মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। আদালতের তরফেও অনুমোদন মিলেছে। তা সত্ত্বেও অনেকেই মনে করছেন, সুনীতাই দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে অন্তর্বর্তী দায়িত্ব পালন করতে পারেন। একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের এ ধরনের মন্তব্য সেই জল্পনা আরও উসকে দিচ্ছে।
প্রসঙ্গত, দিল্লি আবগারি মামলায় আর্থিক তছরুপ সংক্রান্ত অভিযোগে ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ইডি হেফাজতের মেয়াদ বেড়েছে। এর আগে সাত দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। ফের আদালত তাঁকে আরও চার দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন তিনি।
Be First to Comment