অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: উত্তরবঙ্গে ঝড়ের ক্ষয়ক্ষতির কথা জানতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সোমবার এক্স (আগের টুইটার) হ্য়ান্ডলে অমিত শাহ লেখেন, “ঝড়ের কারণে পশ্চিমবঙ্গ, অসম এবং মণিপুরের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য আমি গভীর ভাবে উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি। নিহতদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
পাশাপাশি বিজেপি নেতাদের উদ্দেশে তিনি লেখেন, “বিজেপির সমস্ত কার্যকর্তাদের এই সঙ্কটের সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং তাদের সম্ভাব্য সবরকম সাহায্য করার আবেদন করছি।”

ঝড়ে প্রভাবিত অসম ও মণিপুরের কিছু এলাকাও। সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও ফোনে কথা বলেছেন অমিত শাহ। সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন সেই কথা।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় লন্ডভন্ড করেছে জলপাইগুড়িকে। মৃত্যু হয়েছে ৫ জনের। আহত শতাধিক। রবিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ আকাশ কালো করে ঝড় ওঠে। চার মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে যায় জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। রবিবারই জলপাইগুড়িতে পৌঁছে যান মমতা। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আলিপুরদুয়ারেরও কিছু অংশ। সেখানে সোমবার পৌঁছান মুখ্যমন্ত্রী।




Be First to Comment