কলকাতায় অমিত শাহ। ফাইল ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি তুঙ্গে। প্রার্থীতালিকাও প্রকাশ করেছে বিজেপি। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন, সারা দেশের মতোই পশ্চিমবঙ্গে কতগুলি আসনে জিততে পারে বিজেপি?
গত ২ মার্চ রাজ্য সফরে এসে কৃষ্ণনগরের সভা থেকে লোকসভায় বঙ্গ বিজেপির টার্গেট বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন, “এই লোকসভা নির্বাচন থেকেই শুরু করতে হবে। করবেন তো? বাংলার বিকাশ হবে। তবেই দেশের বিকাশ হবে। তাই এবার ৪২ -এর ৪২ সিটেই পদ্ম ফোটাতে হবে।”
একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেছেন, “৩৭০ আসনে জিতবে বিজেপি। ৪০০ পার করবে এনডিএ। এই লক্ষ্য বাস্তবিক তো বটেই সেই সঙ্গে দেশবাসীকে বলব, আপনাদের মনে যে ভালবাসা রয়েছে, তা ভোটে দেখিয়ে দিন। দেখতে দেখতে ৪০০ পার হয়ে যাবে।”
পশ্চিমবঙ্গের কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘গত ভোটে আমরা ১৮টায় জিতেছিলাম। এ বার ২৫ আসন পার করে এগিয়ে যাব। আমাদের দু’জন বিধায়ক ছিলেন। এখন ৭৭ হয়েছে। আমরা মজবুত বিরোধীর ভূমিকায় রয়েছি। পশ্চিমবঙ্গে দুর্নীতির সরকার চলছে। পশ্চিমবঙ্গে ধর্মের ভিত্তিতে তোষণের সরকার চলছে। দেশের সুরক্ষার জন্যই পশ্চিমবঙ্গে বদল দরকার।’’
প্রসঙ্গত, বাংলায় লোকসভা আসনের সংখ্যা ৪২টি। ২০১৯ সালের লোকসভা ভোটে বাংলা থেকে মোট ১৮টি আসন পেয়েছিল বিজেপি। এবার সেই সংখ্যাটা আরও বাড়ানোর কথা বারবার বলেছে বিজেপি। এর আগে অমিত শাহ রাজ্যে এসে ৩৫টি আসনের লক্ষ্যমাত্রার কথা বলেছিলেন। তবে মোদীর আশা, আরও বেশি আসন আসবে গেরুয়া শিবিরে।
এ দিকে, টিভি চ্যানেলে অমিত শাহর ওই সাক্ষাৎকার সম্প্রচারিত হতেই বাংলার তৃণমূল নেতারা বলাবলি করতে শুরু করেছেন, লোকসভা ভোট যত এগিয়ে আসবে, বিজেপির এই সম্ভাব্য আসন সংখ্যা ততই কমতে শুরু করবে!
Be First to Comment