অনলাইন কোলফিল্ড টাইমস: শনিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাসবাদীদের হামলার শিকার ভারতীয় বায়ুসেনার কনভয়। জঙ্গিরা গুলি চালানোর পরে একজন আইএএফ জওয়ান নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে জানান আধিকারিকরা। সুরানকোটের সানাই গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহত পাঁচজনের মধ্যে একজন বিমানকর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের সবাইকে আরও চিকিৎসার জন্য এয়ারলিফট করে উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্র জানিয়েছে, এলাকায় শক্তিশালী বাহিনী পাঠানো হয়েছে এবং সন্ত্রাস দমন অভিযান চলছে। নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, “স্থানীয় রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট এলাকাটি ঘিরে রেখে তল্লাশি অভিযান শুরু করেছে।”

সোশ্যাল মিডিয়া পোস্টে বায়ুসেনা জানিয়েছে, “জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়, শাহসিতারের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। স্থানীয় সামরিক ইউনিটগুলি বর্তমানে এই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে। কনভয়ে হামলা নিয়ে পরবর্তী তদন্ত চলছে”।
আইএএফ আরও জানায়, “জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় চলে জওয়ানদের। এই সংঘর্ষে বায়ুসেনার ৫ পাঁচ জন বুলেটে আহত হন, এবং তাৎক্ষণিক চিকিৎসার জন্য কাছের একটি সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এক জন জওয়ান গুলিবিদ্ধ হয়ে মারা যান।”




Be First to Comment