Press "Enter" to skip to content

হিমাচলপ্রদেশের দুর্গম মনিরাঙ শৃঙ্গ জয় করলেন জলপাইগুড়ির এক দল পর্বতারোহী

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, জলপাইগুড়ি: অবশেষে ‘অন্যতম কঠিন’ লক্ষ্য পূরণের পরে স্বস্তি। শনিবার মানালিতে ফিরে এলেন জলপাইগুড়ির পর্বতারোহীরা। হিমাচলপ্রদেশের লাহুল-স্পিতির কাজা অঞ্চলে থাকা দুর্গম মনিরাঙ শৃঙ্গ জয় করলেন জলপাইগুড়ির পর্বতারোহীরা। আগেও একাধিক ‘দুর্গম গিরি’ জয় করেছেন তাঁরা। তবে, এবার বাধা হয়ে দাঁড়িয়েছিল আবহাওয়ার খামখেয়ালিপনা।

গত ৫ অগস্ট সাড়ে ২১ হাজার ৬২৫ ফিট উচ্চতাবিশিষ্ট মনিরাং শৃঙ্গ জয়ের লক্ষ্যে শহর থেকে পর্বতারোহী ভাস্কর দাসের নেতৃত্বে সুজয় বণিক, সৌম্যদীপ দাস, অমিত দাস, শম্পা সাহা -সহ জলপাইগুড়ি নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের ৯ জনের একটি দল রওনা দেয়। প্রথমে দিল্লি, তারপর মানালি। মানে গ্রাম থেকে বেস ক্যাম্প হয়ে প্রতিকূলতার কারণে চার-চারটি ক্যাম্প স্থাপন করতে হয় পর্বতারোহীদের।

গত বুধবার ভোর পৌনে চারটা নাগাদ, ২০ হাজার ফিট উচ্চতায় থাকা ক্যাম্প ফোর বা অ্যাডভান্স সামিট ক্যাম্প থেকে মাইনাস ১৫ ডিগ্রি তাপমাত্রায় মূল শৃঙ্গ জয়ের জন্য যাত্রা শুরু করেন ভাস্কর দাস, বিজয় চক্রবর্তী ও জনক কোচ। সঙ্গে গাইড হর্ষ ঠাকুর ও সহকারি গাইড রাকেশ ঠাকুর। বরফাবৃত এলাকা ও হিমবাহের মধ্যে ৫০০-৬০০ মিটার অতিক্রম করাই অন্যতম চ্যালেঞ্জ ছিল বলে জানিয়েছেন দলনেতা ভাস্কর দাস।

ভাস্কর বলেন, “এখনও পর্যন্ত এই শৃঙ্গ জয় করতেই সবচেয়ে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। এটা একটা মাইল ফলক। এর আগে, অনেক দলই এখানে অভিযানে সাফল্য পায়নি।” তাঁর আরও সংযোজন, “অভিযানে সাংসদ ও এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সহায়তা করেছে।”

More from খেলাMore posts in খেলা »
More from দেশMore posts in দেশ »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *