কোলফিল্ড টাইমস: উত্তরাখণ্ডের কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে আরিয়ান এভিয়েশনের একটি হেলিকপ্টার গৌরিকুণ্ডের জঙ্গলে ভেঙে পড়ে। দুর্ঘটনায় পাইলট-সহ সাতজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর চারধাম এলাকার সমস্ত হেলিকপ্টার পরিষেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি (UCADA) ও ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)।
হেলিকপ্টারটিতে ছিলেন পাইলট রাজবীর। এ ছাড়া যাত্রীদের মধ্যে ছিলেন বিক্রম রাওয়াত, বিনোদ, তৃষ্ঠি সিং, রাজকুমার, শ্রদ্ধা এবং ১০ বছরের শিশু রাশি।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শোকপ্রকাশ করে এক্স-এ লেখেন, “রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার দুঃখজনক খবর পাওয়া গেল। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও অন্যান্য উদ্ধারকারী দল উদ্ধারকার্যে নিয়োজিত রয়েছে।”

প্রাথমিক তদন্তে জানা গেছে, হেলিকপ্টারটি সকালে ৫:১৭ মিনিটে গুপ্তকাশীর উদ্দেশে রওনা হয়েছিল। কেদারনাথ থেকে যাত্রী তুলেই ফেরার পথে খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটির দিক হারিয়ে যায় এবং জঙ্গলে ভেঙে পড়ে।
ঘটনার পর মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যসচিবকে বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। এই কমিটি হেলিকপ্টার পরিষেবার সমস্ত প্রযুক্তিগত ও সুরক্ষা দিক খতিয়ে দেখবে ও নতুন এসওপি তৈরি করবে। একইসঙ্গে, আগের হেলিকপ্টার দুর্ঘটনার তদন্তের জন্য যে উচ্চস্তরীয় কমিটি গঠন করা হয়েছিল, তারাই আজকের দুর্ঘটনারও পূর্ণাঙ্গ তদন্ত করবে এবং কারও গাফিলতি ধরা পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, তীর্থযাত্রা, বিপর্যয় মোকাবিলা ও জরুরি পরিষেবায় হেলিকপ্টার পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই পরিষেবার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রথম অগ্রাধিকার।



Be First to Comment