দীপাবলির আগে কেন্দ্রীয় সরকার ১ কোটিরও বেশি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি করে ৫৩ শতাংশে নিয়ে গেল।
অনলাইন কোলফিল্ড টাইমস: দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকার আজ এক মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা (DA) ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এই বৃদ্ধির ফলে বর্তমানে মহার্ঘ ভাতার হার ৫০ শতাংশ থেকে বেড়ে দাঁড়াল ৫৩ শতাংশে। এতে দেশের প্রায় ১ কোটিরও বেশি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন।
উল্লেখ্য, মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণ দিতে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা প্রদান করা হয়। এটি বছরে দু’বার সংশোধিত হয় এবং শিল্পশ্রমিকদের জন্য সর্বশেষ ভোক্তা মূল্যসূচকের ভিত্তিতে এই ভাতা নির্ধারণ করা হয়।
উৎসবের মরসুমের প্রাক্কালে এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তি হিসেবে ধরে নেওয়া যেতে পারে।
Be First to Comment