Press "Enter" to skip to content

বাংলার ৩ বিজেপি সাংসদের তৃণমূল-যোগাযোগ, ঘুরতে পারে এনডিএ-ইন্ডিয়া অংক!

অনলাইন কোলফিল্ড টাইমস: ভোট মিটে গিয়েছে। শপথ নিয়েছে নতুন সরকার। তৃতীয় বারের জন্য দিল্লির কুরসিতে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন করে বলার নয়, এবারের লোকসভা ভোটে একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি। তবে এনডিএ শরিকদের সমর্থনে ২৭২- এর ম্যাজিক ফিগার টপকাতে অসুবিধা হয়নি। এত কিছুর পরেও বিরোধী জোট ইন্ডিয়া-র হিসেবনিকেশের অন্ত নেই!

মঙ্গলবার এক চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যসভায় তৃণমূল সাংসদ সাকেত গোখলে। তাঁর দাবি, বাংলার তিন বিজেপি সাংসদ না কি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। সেক্ষেত্রে ওই তিন বিজেপি ছেড়ে তৃণমূলে পাড়ি দিলে এনডিএ- র সাংসদ সংখ্যা হয়তো ইন্ডিয়ার চেয়ে কম হয়ে যাবে।

এ দিন এক্স হ্যান্ডেলে সাকেত লেখেন, ‘‘এখন বিজেপির সাংসদ সংখ্যা ২৪০। ‘ইন্ডিয়া’র (বিরোধী জোট) সাংসদ সংখ্যা ২৩৭। পশ্চিমবঙ্গের ৩ জন বিজেপি সাংসদ আমাদের সাথে যোগাযোগ করছেন এবং শীঘ্রই একটি বিস্ময়কর চমক আসবে। তিন জন এলে বিজেপি হয়ে যাবে ২৩৭ (সংশোধিত), ‘ইন্ডিয়া’ হয়ে যাবে ২৪০। মোদির ঠুনকো জোট একটি অস্থায়ী কাঠামো, যা খুব বেশিদিন টিকবে না।’’

ঠিক কোন তিন জন বিজেপি সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি সাকেত। তবে, লোকসভার ফলাফল ঘোষণার পর থেকেই বেশ কয়েকজন হেরে যাওয়া বিজেপি প্রার্থীর সঙ্গেই এক সাংসদ দলের বিরুদ্ধে বেসুরো গাইছেন। এমন পরিস্থিতিতে সাকেতের এই সোশ্যাল মিডিয়া পোস্ট বাড়তি গুরুত্ব পেয়ে গিয়েছে।

More from দেশMore posts in দেশ »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *