গায়ক জুবিন গর্গের মৃত্যু রহস্যে নতুন মোড়। এবার পুলিশের জালে পড়লেন প্রয়াত গায়কের দুই ব্যক্তিগত দেহরক্ষী। অসম পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন নন্দেশ্বর বোরা ও পরেশ বৈশ্য। জানা গিয়েছে, দীর্ঘ সাত বছর ধরে জুবিনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাঁরা। এই নিয়ে জুবিন মৃত্যুমামলায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল সাত।
পুলিশ সূত্রে খবর, ধৃত দুই দেহরক্ষীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। তাঁদের অ্যাকাউন্ট থেকে গত এক বছরে এক কোটিরও বেশি টাকা লেনদেন হয়েছে। এক দেহরক্ষীর অ্যাকাউন্টে প্রায় ৭০ লক্ষ এবং অন্যজনের অ্যাকাউন্টে ৪৫ লক্ষ টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ। এই অঙ্ক তাঁদের নিয়মিত আয়ের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি।
জুবিনের স্ত্রী গরিমা গর্গ জানিয়েছেন, গায়ক সামাজিক কাজের জন্য দেহরক্ষীদের কিছু অর্থ দিয়েছিলেন, তবে এই বিশাল অঙ্কের লেনদেন সম্পর্কে তাঁদের কোনও ধারণা নেই। তাঁর কথায়, “দেহরক্ষীদের কাছে নিশ্চয়ই সব ব্যাঙ্ক নথি আছে। যদি বৈধ আয় হয়, তবে তাঁরা তা প্রমাণ করতে পারবেন।”
উল্লেখ্য, নন্দেশ্বর ও পরেশ গায়কের মৃত্যুর দিন সিঙ্গাপুরে ছিলেন না, তাঁরা তখন অসমেই ছিলেন। এক দিন আগেই এই মামলায় গ্রেপ্তার হয়েছেন জুবিনের খুড়তুতো ভাই ও অসম পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট সন্দীপন গর্গ। তাঁকে আপাতত বরখাস্ত করা হয়েছে। এর আগে গায়কের ব্যান্ডের কয়েকজন সদস্য, ম্যানেজার ও শো-আয়োজককেও গ্রেপ্তার করেছে পুলিশ।