Press "Enter" to skip to content

ভালো আছেন সাবিত্রী চট্টোপাধ্যায়

বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় না কি গুরুতর অসুস্থ! এমনটাই খবর রটে গিয়েছে। তবে শুক্রবার অভিনেত্রী নিজেই নিশ্চিত করলেন যে তিনি সুস্থ রয়েছেন।

একটি সংবাদ মাধ্যমের তরফে অভিনেত্রীকে এ দিন ফোন করা হয়। জানা যায়, তিনি নিজেই ফোন রিসিভ করেন। এর পর যখন জানতে চাওয়া হয় তাঁর কী হয়েছে? স্বাভাবিকভাবেই বলেন, ‘ভালোই আছি’।

এর পর তাঁকে যখন বলা হয়স শোনা যাচ্ছে আপনার তো শরীরটা খারাপ…সঙ্গে সঙ্গে অসুস্থতর খবর নস্যাৎ করে দিয়ে তিনি বলেন, ‘কে বলল এসব কথা? আমি তো ভালো আছি। একদম সুস্থ আছি।’

উল্লেখ্য, কয়েক দিন ধরেই সাবিত্রীর অসুস্থতার খবর উড়ে বেড়াচ্ছে। এ দিন আচমকা এক সংবাদ মাধ্য়মের প্রতিবেদনে দাবি করা হয়, অভিনেত্রী বেশ অসুস্থ। তাঁকে না কি নেবুলাইজার ব্যবহার করতে হয়েছে। শ্বাস কষ্ট হচ্ছে তাঁর।

প্রসঙ্গত কিছুদিন আগে আরেক বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন। তিনি মৃণাল সেনের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে গিয়েই তাঁর ঠান্ডা লাগে এবং অবস্থার অবনতি হয়।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *