ভোটের আগে ফের চর্চায় অভিনেতা দেবের রাজনৈতিক কেরিয়ার। প্রতীকী ছবি
কলকাতা: গুরুত্বপূর্ণ তিনটি সরকারি পদ থেকে দেব ইস্তফা দেওয়ার পরেই জল্পনা বাড়তে শুরু করেছিল অভিনেতা এবং তৃণমূল সাংসদ দেবের রাজনৈতিক সন্ন্যাস নিয়ে। তবে, তাঁর ইঙ্গিতবাহী মন্তব্যে আপাতত সেই জল্পনায় ইতি পড়ল বলেই ধরে নেওয়া যেতে পারে।
শনিবার বিকেলে ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক। সেখান থেকে বেরিয়ে সোজা কালীঘাটে গেলেন দলের তারকা সাংসদ দেব দেখা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এর পর কার্যত নিশ্চিত করে দিয়ে জানালেন, আসন্ন লোকসভা নির্বাচনেও প্রার্থী হচ্ছেন তিনি।
দেবের রাজনৈতিক সন্ন্যাস নিয়ে কয়েক দিন ধরেই চলছিল জোর জল্পনা। বিজেপি নেতা তথা বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে হাসপাতাল থেকে দেখে বেরিয়ে এ বিষয়ে মুখ খুললেন। হাসপাতালের সামনে দাঁড়িয়ে দেব বলেন, ‘‘আমি চাইলেও যে, আমি বেরিয়ে যাব বা দাঁড়াব না, সেটা হবে না। দিদির মতামত খুব গুরুত্বপূর্ণ। আজকের জন্য একটাই লাইন, আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমায় ছাড়বে না।’’
উল্লেখ্য, নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনটি প্রশাসনিক পদ— ঘাটাল কলেজ, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতি এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তৃণমূলের সাংসদ-অভিনেতা। তার পর সমাজমাধ্যমে একটি পোস্টে দেব লেখেন, ‘‘সংসদে আমার শেষ দিন।” তার পর থেকেই দেবের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর জল্পনা শুরু হয়েছিল।
যদিও দেবকে নিয়ে দলের তরফে এখনও কোনো সরকারি ভাবে সিদ্ধান্ত জানানো হয়নি। দেব দলের গুরুত্বপূর্ণ সংসদ এবং তাঁর ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন বলে জানিয়ে দেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। তবে, মিঠুনকে দেখে বেরিয়ে এসে তাঁর বক্তব্যে তিনি যে ঘাটাল থেকেই আবার তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা কার্যত স্পষ্ট হয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
আরও পড়ুন: ভোট-রাজনীতিকে বিদায় জানাচ্ছেন অভিনেতা দেব? লোকসভার আগে বড় সিদ্ধান্ত
Be First to Comment