Press "Enter" to skip to content

আসানসোলে শুরু তিনদিনের আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ‘ছোটদের ছায়াছবি’

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোল রবীন্দ্র ভবনে শুক্রবার থেকে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব “ছোটদের ছায়াছবি” শুরু হল। আগামী রবিবার (২৩ মার্চ) পর্যন্ত এই চলচ্চিত্র উৎসব চলবে।

তবে চাহিদা থাকায় সোমবার বেলা ১২টা ও দুপুর তিনটের সময় আরো দুটি শো দেখানো হবে। তাতে ‘সোনার কেল্লা’ ও ‘হীরক রাজার দেশে’ দেখানো হবে বলে উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে।

এদিন সকালে রবীন্দ্র ভবনে শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন রাজ্যের তিন মন্ত্রী মলয় ঘটক, ইন্দ্রনীল সেন ও চন্দ্রনাথ সিনহা ও আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা।

এছাড়াও পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহসভাধিপতি বিশ্বনাথ বাউরি, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সৌমাত্বানন্দজী মহারাজ সহ আরও অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, এই বছর প্রথম আসানসোলে শিশু চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে। আগামী বছর থেকে শিশু চলচ্চিত্র উৎসবের পাশাপাশি কর্মশালারও আয়োজন করা হবে। যাতে, এই এলাকার ছোট ছোট ছেলের চলচ্চিত্র সম্পর্কে সম্যক জ্ঞান ও ধারণা পায়।

আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২০১১ সালে রাজ্যে সরকার গঠন হওয়ার পরে আসানসোলে বলতে গেলে সবকিছুই হয়েছে। চলচ্চিত্র উৎসব কোন দিন হয়নি। এবার সেটাও শুরু হল। এই শিশু চলচ্চিত্র উৎসব তিনদিন অর্থাৎ রবিবার পর্যন্ত হওয়ার কথা ছিল। কিছু চাহিদা থাকায় সোমবার আরো দুটি শো দেখানো হবে।

আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, একটা সিনেমার সঙ্গে অনেককিছু জড়িয়ে আছে। সমাজ তৈরিতে চলচ্চিত্র একটা বড় ভূমিকা পালন করে। তিনদিনের শিশু চলচ্চিত্র উৎসবের প্রথম দিন প্রথম শোয়ে দেখানো হয় সত্যজিৎ রায়ের “সোনার কেল্লা “।

উল্লেখ্য, এই উৎসবের আয়োজনে পশ্চিমবঙ্গ সরকার, শিশু কিশোর অ্যাকাডেমি ও তথ্য ও সংস্কৃতি বিভাগ। সহযোগিতায় রয়েছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল ফিল্ম অ্যাকাডেমি।

More from বিনোদনMore posts in বিনোদন »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *