অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: অসুস্থ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। মঙ্গলবার রাতে অসুস্থ বোধ করায় তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা।
সব্যসাচীর ঠিক কী হয়েছে, সে ব্যাপারে পরিবার সূত্রে বিশদ কোনো তথ্য মেলেনি। তবে, সংবাদ মাধ্যমের তরফে তাঁর স্ত্রী মিঠু চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে সব্যসাচীর হাসপাতালে ভর্তি হওয়ার খবরের সত্যতা মেনে নেওয়া হয়। পরিস্থিতি জেনে মন্তব্য করবেন বলে জানান মিঠু।
এ দিকে, হাসপাতাল সূত্রে খবর, অভিনেতার হার্টে ব্লক রয়েছে। আপাতত টেম্পোরারি পেসমেকার বসানো হবে। পরে বসাতে হবে পারমানেন্ট পেসমেকার ।
প্রসঙ্গত, বছরখানেক আগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে সব্যসাচী জানিয়েছিলেন, ‘বুড়ো হয়ে গিয়েছি। কোভিডে আক্রান্ত হয়েছি। আমি অসুস্থ। এবার আমি অবসর নিতে চাই।’ তার পরে অবশ্য, অভিনয় কম করলেও তিনি অবসর গ্রহণ করেননি।
জানা যায়, মঙ্গলবারই ফিরেছেন ঝাড়খণ্ডে শ্যুটিং সেরে। তাঁর অসুস্থতার খবরে চিন্তিত টলিপাড়া ও ‘ফেলুদা’র ভক্তেরা।
Be First to Comment