কোলফিল্ড টাইমস: জনপ্রিয় গায়ক, অভিনেতা ও প্রযোজক জুবিন গর্গ (৫২) আর নেই। বৃহস্পতিবার সিঙ্গাপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক আইকন। কয়েকদিন আগে নর্থ ইস্ট ফেস্টিভ্যাল-এ যোগ দিতে সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। কিন্তু উৎসব শুরু হওয়ার আগেই ঘটে গেল অঘটন। জানা গিয়েছে, আচমকাই সমুদ্রে পড়ে যান শিল্পী। অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।
চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, আইসিইউতে ভর্তি হওয়ার পর জুবিন খিঁচুনির আক্রমণে আক্রান্ত হন। মাথায় আঘাতের কারণে সেলাই পড়েছিল। পরবর্তীতে মৃগীরোগজনিত ফিটে জটিলতা আরও বাড়ে। অবশেষে চিকিৎসকেরা ঘোষণা করেন তাঁর মৃত্যু।
তিন দশকেরও বেশি সময় ধরে সঙ্গীত ও সিনেমার জগতে এক অনন্য অবস্থান গড়ে তুলেছিলেন জুবিন। বাংলা, হিন্দি, অহমিয়া সহ একাধিক ভাষায় গেয়েছেন ৪০ হাজারেরও বেশি গান। বলিউড ছবির গ্যাংস্টার-এর “ইয়া আলি” তাঁকে এনে দেয় সর্বভারতীয় খ্যাতি। অসমিয়া আধুনিক গান, ফিউশন ট্র্যাক, বিহু কিংবা হৃদয়স্পর্শী চলচ্চিত্রসঙ্গীতে তাঁর কণ্ঠ হয়ে উঠেছিল আবেগের প্রতীক।
শুধু গায়ক নন, ছিলেন অভিনেতা, সুরকার, প্রযোজক— এক বহুমুখী শিল্পী। অহমিয়া ও বাংলা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন একাধিক জনপ্রিয় ছবি। সাম্প্রতিক বছরগুলোয় অসম সিনেমাকে নতুন করে জীবন্ত করে তোলার উদ্যোগ নিয়েছিলেন তিনি। তাঁর প্রযোজিত মিশন চায়না, শিকার অসমের চলচ্চিত্র জগতে এনেছিল নতুন দিশা। আগামী ৩১ অক্টোবর মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি রই রই বিনালে।
জুবিন গর্গের অকালপ্রয়াণে শোকস্তব্ধ তাঁর গানের ভক্তরা। সহকর্মী শিল্পী, ভক্ত ও সঙ্গীতপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন এক প্রজন্মের অনুপ্রেরণা— যাঁর কণ্ঠ আর উপস্থিতি চিরকাল অমর হয়ে থাকবে সঙ্গীত ও সংস্কৃতির পাতায়।