কোলফিল্ড টাইমস: বেটিং অ্যাপ মামলায় ইডির দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। সোমবার সকাল সাড়ে ১০টার পর দিল্লির ইডি অফিসে পৌঁছন তিনি।
সূত্রের খবর, মিমিকে জেরা করে মূলত জানতে চান তদন্তকারীরা— কী ভাবে অভিযুক্ত অ্যাপ সংস্থার সঙ্গে তাঁর যোগাযোগ হল, কত টাকার বিনিময়ে বিজ্ঞাপন করেছেন, সেই টাকা কোন অ্যাকাউন্ট থেকে এসেছে এবং লেনদেনে কোনও মধ্যস্থতাকারীর ভূমিকা ছিল কি না।
এই মামলায় ইতিমধ্যেই সুরেশ রায়না, শিখর ধাওয়ান-সহ একাধিক নামী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। টলিউডের অঙ্কুশ হাজরা ও বলিউড অভিনেত্রী ঊর্বশী রৌতেলাকেও তলব করা হয়েছে। অনলাইন বেটিং অ্যাপ প্রমোশনের অভিযোগে দক্ষিণী অভিনেতা রানা দগ্গুবতি, প্রকাশ রাজ ও বিজয় দেবারোকোন্ডারাও এর আগে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন।
এদিকে, পুজোয় মুক্তি পেতে চলেছে মিমির নতুন ছবি ‘রক্তবীজ ২’। ছবির প্রচারের মাঝে ইডির এই ডাক প্রকাশ্যে আসায় নতুন করে আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী।