অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। সংগৃহীত ছবি
কলকাতা: আগামী ২১ ফেব্রুয়ারি, অভিনেতা ও তৃণমূল সাংসদ দেবকে তলব করেছে ইডি। সূত্রের খবর, আর্থিক তছরূপ সংক্রান্ত এক মামলায় ইডির দিল্লি অফিসে ডাকা হয়েছে তাঁকে।
২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি, দেবকে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। কলকাতার নিজাম প্যালেসে অবস্থিত সিবিআই দফতরে এই জিজ্ঞাসাবাদ অনুষ্ঠিত হয়েছিল। সিবিআই সূত্র জানিয়েছিল যে, গরু পাচারকাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরা করার সময় দেবের নাম উঠে এসেছিল। তাই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছিল।
গত কয়েক দিন ধরে খবরের শিরোনামে উঠে এসেছেন দেব। রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন অভিনেতা। যদিও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তিনি ফের ভোটে প্রার্থী হওয়ার কথা জানান। শীর্ষ নেতৃত্বের তরফে যখন প্রায় স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয় যে, আসন্ন লোকসভা নির্বাচনে তৃতীয় বারের জন্য প্রার্থী হচ্ছেন দেব, তখনই তাঁকে সমন পাঠাল ইডি।
ফলে দেবকে কেন্দ্রীয় এজেন্সির তলব পুরো ঘটনায় নতুন মোড় এনে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল সাংসদের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে দেব জানিয়েছেন যে ২১ ফেব্রুয়ারি তিনি হাজিরা দেবেন।
এখন দেখার বিষয়, দেব ইডির তদন্তে কী ভাবে সহযোগিতা করেন এবং এই ঘটনার রাজনৈতিক প্রভাব কী হয়।
Be First to Comment