এ বার কি রাজনীতিকে বিদায়? প্রতীকী ছবি
লোকসভা ভোটের আগে ফের চর্চায় অভিনেতা দেবের রাজনৈতিক কেরিয়ার। শনিবার (৩ ফেব্রুয়ারি, ২০২৪) একসঙ্গে তিনটি পদে ইস্তফা দেন ঘাটালের তৃণমূল সাংসদ এবং টলিউড অভিনেতা দেব। দেব শনিবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসককে তিনটি চিঠি পাঠিয়ে ইস্তফা দেন।
জানা গিয়েছে, বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান, ঘাটাল রবীন্দ্র মহাবিদ্যালয়ের সভাপতি এবং ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন। জেলাশাসকের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন দেব।

আচমকা দেব কেন এই তিন পদ থেকে ইস্তফা দিলেন, তা নিয়ে তৃণমূলের অন্দরেও জোর জল্পনা ছড়িয়েছে। তবে বিষয়টি নিয়ে দেব নিজে কোনও প্রতিক্রিয়া না দেওয়ায় বিষয়টি নিয়ে তৃণমূলের শীর্ষ নেতারাও কেউ নির্দিষ্ট করে কিছু বলতে চাইছেন না।
উল্লেখযোগ্য ভাবে, গত বছরের শেষ দিকে একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারেই দেব জানিয়েছিলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি লড়বেন কি না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। দেব যে তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন সেগুলোর সঙ্গে লোকসভা ভোটে লড়ার কোনো প্রত্য়ক্ষ সম্পর্ক রয়েছে, সেটাও নয়। কিন্তু লোকসভার ঠিক আগেই এই ইস্তফা দেখে অনেকেই বড় কিছুর আভাস পাচ্ছেন।
এমনিতে, বিগত বেশ কয়েকদিন ধরেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল যে দেব হয়তো এবার রাজনীতি থেকে সরে দাঁড়াবেন। অভিনয়েই তিনি তাঁর সম্পূর্ণ মন দেবেন। এদিন তিনি এই ইস্তফা পত্র পাঠাতে সেটা আরও জোরাল হল।




Be First to Comment